দুর্দান্ত জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:54:49

দেশের মাঠে ফেভারিটের মতোই মিশন শুরু করে করেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (২২ এপ্রিল) বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তুলে নেয় ২-০ গোলের জয়। একের পর এক গোল মিসের মহড়া না দিলে আরও বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারতো স্বাগতিক দল।

বাংলাদেশ দলের হয়ে একটি করে গোল করেছেন সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রাণী সরকার।



নিজেদের মাঠে টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে উদ্বোধনী ম্যাচে মাত্র ১২তম মিনিটে এগিয়ে যায় মেয়েরা। স্বপ্নার গোলে উল্লাসে ভাসে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শকরা। সতীর্থ আঁখি খাতুনের পাস ধরে নিশানা খুঁজে নেন স্বপ্না।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আমিরাতের মেয়েরা। খেলার ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করনে কৃষ্ণা। মনিকা চাকমার ভাসানো কর্ণার লাফিয়ে উঠে হেড নেন তিনি (২-০)। খেলার দ্বিতীয়ার্ধেও দাপট ছিল স্বপ্না-মনিকাদের। এরপর অবশ্য ব্যবধানটা আরো বাড়াতে পারতো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। কিন্তু ফরোয়ার্ডরা সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান। ২৯ ও ৩০ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল। আর ৩ মে ফাইনাল।

প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বয়সভিত্তিক এই আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার ডলার ও রানার্সআপ দলের প্রাইজমানি ১৫ হাজার ডলার।

বাংলাদেশ দল-
শিউলি আজিম, রুপনা চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), নার্গিস খাতুন, মনিকা চাকমা, সানজিদা খাতুন (মার্জিয়া), মিসরাত জাহান মৌসুমী, সিরাত জাহান স্বপ্না (সাজেদা খাতুন), মারিয়া মান্ডা (ইশরাত জাহান রত্না), আঁখি খাতুন ও কৃষ্ণা রানী সরকার।

 

এ সম্পর্কিত আরও খবর