কিরগিজদের জয়ে সেমিতে বাংলাদেশ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 07:02:33

এক ম্যাচ হাতে রেখেই সেমি-ফাইনালের টিকিট পেয়ে গেল বাংলাদেশ। বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কিরগিজস্তানের জয়ে শেষ চার নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আমিরাতকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। কিরগিজদের জয়ে মাঠের বাইরে থেকেই সুখবরটা পেয়েছেন সিরাত জাহান স্বপ্নারা।

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিরগিজস্তান। টানা দুই ম্যাচে হেরে আরব আমিরাত বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।

সেমি-ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ ও কিরগিজস্তান শুক্রবার গ্রুপ সেরার লড়াইয়ে নামবে।

সেমির লড়াইয়ে টিকতে নুন্যতম ড্র দরকার ছিল আমিরাতের। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি হেরে গেলো। ঢাকার এই আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে হতাশা নিয়েই ফিরে যাবে দেশটির মেয়েরা।

ম্যাচের প্রথম ১৮তম মিনিটেই দুই গোল তুলে এগিয়ে যায় কিরগিজরা। ৬ মিনিটে প্রথম গোলটি করেন বোরনবেকোবা আইজান। এরপর সেই আইজানের ভাসানো কর্নারে দল পায় দ্বিতীয় গোল। এবার গোলদাতা ইয়েরিশবেক কেনঝিবুবু। খেলার ৪০তম মিনিটে আমিরাতের হয়ে পেনাল্টিতে গোল করেন শাহদ জারকান।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে লড়ে গেছে আরব আমিরাত। ৭০তম মিনিটে সহজতম সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। স্পট কিক ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন সেন্দিয়া ঘারিব। এরমধ্যে শেষ দিকে আইজান লালকার্ড দেখে মাঠ ছাড়ে কিরগিজস্তান। বাংলাদেশের বিপক্ষে তাকে পাচ্ছে না কিরগিজরা।

এ সম্পর্কিত আরও খবর