বাংলাদেশের বিশ্বকাপ জার্সি সমাচার

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 19:43:23

জার্সি প্রস্তুত। এখন শুধুই উন্মোচনের পালা। তারপরই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি এসে যাবে সবার হাতের নাগালে। দিন কয়েকের মধ্যেই টাইগারদের ২০১৯ সালের বিশ্বকাপ জার্সি মিলবে অনলাইন-অফলাইনে!

ডিজাইনে নতুনের ছোঁয়া রেখে জার্সি প্রস্তুত করেছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন। এবারই প্রথম অফিসিয়াল জার্সি কেনার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। দেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় শতাধিক আউটলেটে বিক্রি হবে বিশ্বকাপ জার্সি। আবার ক্রিসশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি থেকে অনলাইনে অর্ডার করা যাবে। একইসঙ্গে ডিমানি অ্যাপের মাধ্যমেও জার্সি কিনতে পারবেন ভক্তরা।

তবে উন্মোচনের আগে জার্সির ডিজাইন নিয়ে কেউই মুখ খুলতে নারাজ। শনিবার রাজধানীর হাতিরঝিলে ক্রিকেটার্স কিচেনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনিয়ে লুকোছাপা থাকল বিসিবি আর জার্সি প্রস্তুত কারক প্রতিষ্ঠানেরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানাচ্ছিলেন, দিন-কয়েকের মধ্যেই উন্মোচিত হবে মাশরাফি-সাকিবদের বিশ্বকাপ জার্সি।

শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। ছিলেন যেসব প্রতিষ্ঠান জার্সি বিক্রি করবে তাদের কর্ণধার ও প্রতিনিধিগণ।

৩০ মে ওয়েলস-ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ লড়াই। এই দেশটিতেই ১৯৯৯ সালে প্রথমবারের মতো বড় মঞ্চে খেলতে নেমেছিল টাইগাররা। তবে জার্সির ডিজাইনে সেই বিশ্বকাপের ছাপ নেই। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ জার্সির আদল থাকার ইঙ্গিত দিয়েছেন স্পোর্টস এন্ড স্পোর্টস ডিজাইনের কর্ণধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টু।

তিনি জানান, ‘আপনারা অবগত আছেন, আইসিসি ইভেন্টে দুই রঙের জার্সি হয়। আমাদের দেশের জন্য বরাবরের মতো-লাল ও সবুজ। আমরা লাল জার্সিটাতে একটু ভিন্টেজ লুক দিতে চেয়েছি। ১৯৯৯ এর বিশ্বকাপ জার্সিতে সবুজের সঙ্গে বুকের উপর হলুদের একটা প্যাচ ছিল। আমাদের লাল জার্সিতেও ওইরকম একটা কিছু থাকবে। সবুজটাকে রেখে বৈচিত্র্য এনেছি।’

জার্সিতে বিসিবির লোগো এমব্রয়ডারি করা হয়েছে। অনেকটা ফুটবলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে লোগো, তার মতো। থ্রিডি লুক থাকবে।

এই জার্সি বিক্রি হবে বিশ্বকাপ ভেন্যু দেশ ওয়েলস ও ইংল্যান্ডেও। খেলা দেখতে যাওয়া দর্শকরা ম্যাচ ভেন্যু থেকে কিনতে পারবেন টাইগারদের অফিসিয়াল জার্সি, ক্যাপ। ম্যাচ ও ভেন্যুর বাইরে আইসিসির অফিসিয়াল স্টোরেও জার্সি বিক্রি করবে স্পোর্ট অ্যান্ড স্পোর্টস।

প্রতিষ্টানটির কর্নধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টু বলেন, ‘বাংলাদেশ দলের জার্সির পাশাপাশি জাতীয় দলের অন্য পোশাকও পাওয়া যাবে আমাদের নির্ধারিত স্টোরে। তবে যারাই নকল জার্সি তৈরি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্পোর্টস অ্যান্ড স্পোর্টস।’ জালাল ইউনুস জানিয়ে রেখেছেন, কেউ জার্সি নকল করলে চুক্তিবদ্ধ কোম্পানিগুলো আইনি ব্যবস্থা নিতে পারবে।

টাইগারদের এই জার্সি কিনতে আপনাকে খরচ করতে হবে ১১৫০ টাকা। মূল জার্সির সঙ্গে মিলবে অ্যাওয়ে জার্সিও।

এ সম্পর্কিত আরও খবর