বিশ্বকাপে বাংলাদেশকে দু’হাত ভরে দিতে চান মুশফিক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:55:57

ঠিক বয়স নয়, তবে বিশ্বকাপ অভিজ্ঞতায় দলের সবচেয়ে তিন সিনিয়র সদস্যের একজন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মুশফিক রহিমের। এই রেকর্ড অবশ্য শুধু তার নয়, তামিম ইকবাল ও সাকিব আল হাসানও আছেন মুশফিকের সঙ্গে এই তালিকায়।

বিশ্বকাপে ঠিক একইদিনে এই তিনজনের অভিষেক হয়েছিলো। আর বিশ্বকাপের মাঠে অভিষেক সেই ম্যাচেই জয়ের সুখ নিয়ে ফিরেছিলেন এই তিনজনই! তাও আবার কাকে হারিয়ে, ভারত!

আরেকটু বিস্তারিত ব্যাখায় যাই-২০০৭ সালের সেই বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেটের জয়ে উইনিং বাউন্ডারি এসেছিলো মুশফিকের ব্যাট থেকেই! বিশ্বকাপের মাঠে নিজের প্রথম ম্যাচের ‘সুখ’ নিয়ে গল্প করার মতো অনেককিছুই আছে মুশফিকের। সেদিন দলের হয়ে সবচেয়ে বেশি বল মোকাবেলা করেন। সবচেয়ে বেশি অপরাজিত ৫৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।

মুশফিকের পারফরমেন্স জানাচ্ছে বিশ্বকাপের মাঠে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তার। ২১ ম্যাচে ৫১০ রান। সমান সংখ্যক ম্যাচ খেলে তারচেয়ে ৩০ রান বেশি করে শীর্ষে আছেন সাকিব। তবে ২১ ম্যাচের মধ্যে সাকিব ২১টিতেই ব্যাট করার সুযোগ পেয়েছেন। মুশফিক তার খেলা ২১ ম্যাচের মধ্যে ২০টিও ব্যাট হাতে উইকেটে নেমেছিলেন। বিশ্বকাপের কুইজে কাজে লাগতে পারে, তথ্যটি জেনে রাখুন-বিশ্বকাপের মাঠে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড কার? উত্তর মুশফিকের, ৮টি।

তবে পেছনের তিন আসরে ব্যাট এবং গ্লাভস হাতে মুশফিক যা করেছেন সেই কৃতিত্বকে এবার নিজের চতুর্থ বিশ্বকাপে ছাড়িয়ে যেতে চান। লক্ষ্য একটা স্থির করেছেন, তবে সেটা ঠিক কি-তার পুরো বিস্তারিত বর্ণনা দেননি। শুধু জানিয়েছেন-‘বিশ্বকাপের মতো বড় ইভেন্টে সবাই চায় খেলোয়াড় হিসেবে বড় একটা প্রভাবী ভুমিকা রাখতে। আমিও তার ব্যতিক্রম নই। বিশ্বকাপ মানেই সবসময় বড় চ্যালেঞ্জ। কন্ডিশনের চ্যালেঞ্জ। প্রতিপক্ষের চ্যালেঞ্জ। গ্যালারি ভরা দর্শকরা চ্যালেঞ্জ। শেষ তিনটি বিশ্বকাপে আমি ব্যাট হাতে রান পেয়েছি। তবে এবার আমার ব্যক্তিগত একটা লক্ষ্য আছে। এই বিশ্বকাপে যেন সবকিছুকেই ছাপিয়ে যেতে পারি। আমি মনে করে সুযোগ আছে। সামর্থ্যও আছে।’

নিজের সেই সামর্থ্যের প্রমানটা মুশফিক অনেকবারই দিয়েছেন। বহুবার দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন। ম্যাচ জিতিয়েছেন। এই কারণে দলে তার আদুরে নাম মিঃ ডিপেন্ডেবল!’
নিজের খেলা নিয়ে সবচেয়ে বেশি নিখুঁত অনুশীলন বা পারফেক্ট প্রস্তুতি কে করেন? বাংলাদেশ দলের ক্রিকেটারদের ওপর এই তথ্যে জরিপ চালালে সবচেয়ে বেশি ভোট জমা পড়বে মুশফিকের বাক্সে! প্রায় সারাক্ষণই নিজের সেরাকে আরো শ্রেষ্ঠত্বের ঘরে নিয়ে যেতে চান পরিশ্রমী মুশফিক।

পেছনের তিন বিশ্বকাপে বাংলাদেশের জয়ী ৯ ম্যাচে সাফল্যের সঙ্গী ছিলেন মুশফিক। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দলের সাফল্য দেখেছেন। এবার ফরম্যাট বদলের কারণে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নেই। নকআউট ম্যাচ মানে সোজা সেমিফাইনাল। মুশফিকের বিশ্বাস এবারের বিশ্বকাপেরও নকআউট পর্বে যাওয়ার সামর্থ্য রাখে বাংলাদেশ। তবে সেজন্য সামনে থাকা সুযোগগুলোকে ভালো মতো কাজে লাগাতে হবে। সেই পরিকল্পনা মাথায় রেখেই মুশফিক প্রতিশ্রুতি দিলেন-‘যদি সুযোগ থাকে তাহলে চেষ্টা করবো বাংলাদেশকে দু’হাত ভরে দিতে।’

এ সম্পর্কিত আরও খবর