কোচ ওয়াকার শুধু ‘পন্ডিতগিরি’ দেখাতেন: আফ্রিদি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 11:05:42

আত্মজীবনী গ্রন্থে বিতর্কিত কিছু না রাখলে সেই বই বিক্রি হবে কিভাবে? সম্ভবত সেই চিন্তা থেকেই শহীদ আফ্রিদি তার ‘গেম চেঞ্জার’ নামের আত্মজীবনীতে একের পর এক ক্রিকেটীয় বিতর্কের কাহিনী বলে চলেছেন! বইটি বাজারে এসেছে ৩০ এপ্রিল। এই বইয়ের বিভিন্ন অধ্যায়ে তার ক্রিকেটীয় ক্যারিয়ারে ঘটে যাওয়া বিভিন্ন বিতর্কিত ঘটনা জড়ো করেছেন আফ্রিদি। তেমনই একটা অধ্যায়ে পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিসকে একেবারে ধুঁয়ে ফেলেছেন আফ্রিদি।

ওয়াকার প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক তার বইয়ের এক জায়গায় লিখেছেন-‘ দুভার্গ্যবশত, আমরা অতীতে আর ফিরে যেতে পারবো না। তবে ওয়াকার এবং আমার একটা অতীত ইতিহাস আছে। ওয়াসিম আকরামের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে তো ওয়াকারের দ্বন্ধ- গোলযোগের অধ্যায় অনেক বড়। সত্যি বলতে কি ওয়াকার ইউনিস মাঝারি মানের ক্রিকেট অধিনায়ক ছিলেন আর কোচ হিসেবে চরম বাজে। প্রতিটা মূর্হূতেই সবাইকে নিজের নিয়ন্ত্রণের রাখার একটা চেষ্টা ছিলো তার। সব ব্যাপারে খবরদারি করতেন। আমি তখন ছিলাম দলের অধিনায়ক, অথচ সারাক্ষণই তিনি আমাকে এটা করা উচিত, ওটা করা উচিত নয়, এটা করো, ওটা করো; এমন নির্দেশনামা জারি করে চলতেন। প্রতিটি বিষয়ে এমন পন্ডিতগিরি করলে তো সমস্যা হতে বাধ্য! স্বাভাবিকভাবেই আমার সঙ্গেও তার একটা দ্বন্ধ-ব্যক্তিত্বের সংঘাত বাধে।’

মুলত ২০১১ সালে পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ওয়াকার-আফ্রিদির এই দ্বন্ধের শুরু। সেই সফর শেষে কোচ ওয়াকার ইউনিস পাকিস্তান বোর্ডের কাছে তার রিপোটেও আফ্রিদি সম্পর্কে লিখেন-‘অধিনায়ক হিসেবে আফ্রিদি অনেক অ-পরিণত। শৃঙ্খলা মানে না। কোনো ম্যাচ পরিকল্পনা নেই। অন্য কারো কথা, উপদেশ বা যুক্তি শুনতে নারাজ সে।’

সেই সফরে থাকা পাকিস্তানের টিম ম্যানেজার ইন্তিখাব আলম তার রিপোর্টে কোচ এবং অধিনায়ক দুজনের সম্পর্কেই নেতিবাচক মন্তব্য করেছিলেন। বলেছিলেন-‘কোচ ওয়াকার অনেক বেশি উন্নাসিক, অহংকারি। আর অধিনায়ক শহীদ আফ্রিদি চড়া মেজাজের এক মানুষ। অল্পতেই খেপে যায়। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারে না।’

আফ্রিদির আত্মজীবনীতে তার সম্পর্কে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে পাকিস্তানের সাবেক কোচ ও পেসার ওয়াকার ইউনিস নতুন কোনো বাউন্সার দেন কিনা- তার অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব!

এ সম্পর্কিত আরও খবর