চ্যাম্পিয়ন্স লিগে নেই ম্যানইউ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 18:46:25

রেড ডেভিল ভক্তদের জন্য হতাশ করা খবর। কিছুতেই জয়ের ছন্দে ফিরতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার হাডার্সফিল্ড টাউনের বিপক্ষেও পয়েন্ট হারিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। এই হোঁচটে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ ম্যানইউর!

প্রতিপক্ষের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। বিস্ময়কর হলেও সত্য ওলে গার্নার শোল্কজায়ারের দল এনিয়ে লিগে শেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি।

এই ড্রয়ে ৩৭ ম্যাচে ম্যানইউর অর্জন দাঁড়িয়েছে ৬৬ পয়েন্ট। ষষ্ঠ স্থানে রয়েছে দলটি। প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। পঞ্চম দলটির প্লে-অফ খেলে মূল পর্বে খেলার সম্ভাবনা থাকে।

এদিকে রোববারের আরেক ম্যাচে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অলব্লুজরা। ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম হটস্পার। লিভারপুল ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির অর্জন ৯২ পয়েন্ট।

যদিও রোববার শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। অষ্টম মিনিটে প্রতিপক্ষের গোলকিপারের ভুলের সুযোগটা কাজে লাগায় তারা। স্কট ম্যাকটমিনের সহজ শট গ্লাভসবন্ধী করতে পারেন নি ইয়োনাস লোসেল। বল তার পায়ে লেগে আশ্রয় নেয় জালে। এরপর ব্যবধান বাড়িয়ে নিতে পারতেন পল পগবা। কিন্তু ক্রসবারে লেগে বল ফিরে আসে!

৬০ মিনিটে কাউন্টার অ্যাটাকে সমতায় ফেরে হাডার্সফিল্ড। গোলটি করেন দলের ফরোয়ার্ড ইসাক মাবেনজা। স্বস্তির এই ড্র নিয়েই শেষ অব্দি মাঠ ছাড়ে হাডার্সফিল্ড!

রোববার স্ট্যামফোর্ড ব্রিজে অনায়াসে ৩-০ গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে জয় তুলে নেয় চেলসি। ৪৮তম মিনিটে ইডেন হ্যাজার্ডের ক্রসে গোল করেন রুবেন লোফ্টাস-চিক। এরপর ৫১তম মিনিটে সেই হ্যাজার্ডেরই কর্নারে গোল আদায় করেন নেন ডেভিড লুইস।এরপর ৭৫তম মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন গনজালো হিগুয়েন।

এ সম্পর্কিত আরও খবর