ডাবলিনের শীত-বৃষ্টিতে ‘গরম’ পারফরম্যান্সের অপেক্ষায় বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 10:03:02

ম্যাচের আগে দু’দলের দুর্ভাবনার বিষয় একই-বৃষ্টি! ডাবলিনে টানা বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনের অনুশীলন বাতিল হয়ে যায়। আজ বৃহস্পতিবার (৯ মে) ম্যাচ যেসময় শুরুর কথা, তখনো তুমুল বৃষ্টির পুর্বাভাস জানাচ্ছে ডাবলিনের আবহাওয়া বিভাগ।

বৃষ্টি যে আজ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচে বাগড়া দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তাই বৃষ্টিতে ম্যাচ কার্টেল ওভারের হতে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রেখেই ম্যাচ পরিকল্পনা করতে হয়েছে বাংলাদেশকে। এমন আবহাওয়ার ম্যাচে দলে বাড়তি স্পিনার রাখা সুচিন্তিত সিদ্ধান্ত হবে কিনা, তা নিয়েও দোলাচলে ছিল দল।

সমস্যা হল ঠিক টসের সময়টায় ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট মাঠে বৃষ্টির পুর্বাভাস আছে। পরের দু’ঘণ্টা বৃষ্টির তোড় কমলেও শীতের কামড় বাড়বে। তাপমাত্রা সর্বনিম্ন ৮ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে! কনকনে বাতাস এবং সঙ্গে এতো তীব্র শীতে ক্রিকেট খেলার অভ্যাস যে বাংলাদেশ দলের নেই। ঠাণ্ডাকে এড়াতে তাই মাঠের ‘গরম’ পারফরম্যান্সের অপেক্ষায় বাংলাদেশ!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশের দুই স্পিনার যে চমৎকার বোলিং পারফরমেন্স দেখিয়েছেন তাতে আয়ারল্যান্ড ম্যাচে দলে বাড়তি স্পিনার নেওয়াটা বাংলাদেশের জন্য প্রায় নিশ্চিত ছিল। কিন্তু ডাবলিনের বৃষ্টি এবং হাড় কাঁপানো শীতে স্পিনারদের চেয়ে পেস বোলাররাই বেশি উপযোগী হবেন-ক্রিকেটীয় হিসেব তো সেটাই বলে।

তবে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দল তাদের প্রাক-পরিকল্পনায় ক্রিকেটারদের একটা পরিকল্পনা ঠিকই জানিয়ে দিয়েছে-টুর্নামেন্টের প্রথম ম্যাচের মতোই ক্লিনিক্যাল পারফরমেন্স চাই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৮ উইকেটের বড় জয়, টপঅর্ডার ব্যাটসম্যানদের বড় রান করে সহজ ভঙ্গিতে ম্যাচ জেতা, আয়ারল্যান্ডের বিপক্ষেও একই মেজাজে ম্যাচ জিততে মাঠে নামছে বাংলাদেশ।

এই ম্যাচ জিতলেই তিনজাতি টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। তাই পুরো শক্তির দল নিয়েই আয়ারল্যান্ডকে মোকাবিলা করতে চায় দল। পরীক্ষা-নিরীক্ষার জন্য না হয় পরে আরও ম্যাচ তো আছে।

এদিকে, ডাবলিনের এই উইকেট, কন্ডিশন এবং আবহাওয়ায় আয়ারল্যান্ড অনেক বেশি অভ্যস্ত। তাই আগের ম্যাচে সহজ জয় মিলেছে দেখে এই ম্যাচে স্বাগতিকদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

পেছনের দুটি আর্ন্তজাতিক ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের বোলিং পারফরমেন্স বিশ্লেষণও কিছুটা দুঃশ্চিন্তা দিচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। দলের স্ট্রাইক পেসার যখন টানা দুই ম্যাচে ৯৩ ও ৮৪ রান খরচ করবেন, তখন তো সেটা নিশ্চয়ই চিন্তার বিষয়। তবে মাত্র দুই-তিনটি ম্যাচে খরুচে পারফরমেন্সের কারণেই মুস্তাফিজের ওপর থেকে আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। এই মুস্তাফিজই যে বাংলাদেশকে অনেক ম্যাচে জিতিয়েছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আরেকটি দাপুটে জয় চায় বাংলাদেশ, সেই সঙ্গে দেখতে চায় মুস্তাফিজের মুখে সাফল্যের হাসি।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড বেশ ভালো। সবমিলিয়ে এখন পর্যন্ত নয়টি ম্যাচে উভয়দল মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ছয়টি ম্যাচে। দুটিতে জয়ী আয়ারল্যান্ড। একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে।

বাংলাদেশের শক্তিমত্তা সম্পর্কে আয়ারল্যান্ডের ধারণা বেশ পরিষ্কার। একই সঙ্গে এটাও তাদের বেশ ভালোই জানা সহায়ক কন্ডিশনে তুখোড় পেস বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটিং একেবারে পুরোপুরি আদর্শমান নয়। সেই সুত্রেই এই ম্যাচের একাদশে দীর্ঘদেহী পেসার বয়েড র‌্যাঙ্কিনকে খেলানোর পরিকল্পনাও করছে আয়ারল্যান্ড।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম, সৌম্য, সাকিব, মুশফিক, মিঠুন, মাহমুদল্লাহ, সাব্বির/ মোসাদ্দেক, মাশরাফি, মেহেদি, সাইফুদ্দিন, মুস্তাফিজ।

এ সম্পর্কিত আরও খবর