জয়ের ছন্দে আবাহনী-বসুন্ধরা, ছুটছে শেখ রাসেলও

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-18 20:06:39

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ছন্দে উড়ছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দিনের আরেক ম্যাচ হাসিমুখে মাঠ ছেড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। পিছিয়ে পড়েও আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। একইসঙ্গে বসুন্ধরা কিংসও আছে ছন্দে। তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে তুলে নেয় টানা সপ্তম জয়।

সানডে-জীবনের গোল

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আবাহনীর জয়ের নায়ক সানডে চিজোবা ও নাবীব নেওয়াজ জীবন। তাদের গোলে (২-০) ধরা দেয় আরেকটি জয়। খেলার ৫ মিনিটে লিড নেয় আবাহনী। নোফেলের জালে বল পাঠান ইনফর্ম স্ট্রাইকার চিজোবা। এনিয়ে এবারের লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ১০টি।

খেলার ৩৫তম মিনিটে এসে ব্যবধান দ্বিগুণ করে নেয় আবাহনী। আরেক ফরোয়ার্ড জীবন খুঁজে নেন নিশানা। চলতি লিগে এটি তার ৯ নম্বর গোল। এরপর খেলার ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি। নোফেলকে সুযোগ দেয়নি আবাহনী। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয়স্থানে আছে ধানমন্ডির ক্লাবটি।

একইদিন জিতেছে চট্টগ্রাম আবাহনীও। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়েছে তারা। মোমোদু বাহ দুটি ও কিংসলে চিগোজি ও দিদারুল আলম একটি করে গোল করেছেন। মুক্তিযোদ্ধা সংসদের গোলদাতা ইউসুকে কাতো।

এই জয়ে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর। মুক্তিযোদ্ধা সংসদের অর্জন ১৫ পয়েন্ট।

বসুন্ধরার টানা সপ্তম জয়

বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে অনায়াস জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস।  নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে পেয়েছে টানা সপ্তম জয়। ৩-১ গোলের জয়ে বসুন্ধরা ধরে রেখেছে শীর্ষস্থান। ১৩ ম্যাচে তাদের অর্জন ৩৭ পয়েন্ট।

খেলার ৩৬তম মিনিটে এসে প্রথম গোলটি পায় বসুন্ধরা। গোলদাতা দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভার। ৫১তম মিনিটে শেখ জামালকে ম্যাচে ফেরান স্যাম্বু। কিন্তু এরপরের সময়টুকু লিগের নবাগত দলটির।

আব্দুল মতিনের ম্যাজিকে কুপোকাত শেখ জামাল। তিনি করেন জোড়া গোল।

পিছিয়ে পড়েও জয় শেখ রাসেলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার আরামবাগ ক্রীড়া সংঘকে হারাল শেখ রাসেল ক্রীড়া চক্র। সিলেট জেলা স্টেডিয়ামে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। যদিও খেলার ৩৯তম মিনিটে লিড নিয়েছিল আরামবাগ। গোলদাতা জাহিদ হাসান।

শেষ দিকের চমকেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। ৮৬তম মিনিটে সমতা ফেরান আলেক্স রাফায়েল দি সিলভা। এরপর ইনজুরি সময়ে জয়সূচক গোলটি করেন রাফায়েল।

লিগে এ অবস্থায় ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ রাসেল। ১৯ পয়েন্ট আরামবাগের।

এ সম্পর্কিত আরও খবর