অবশেষে জয় দেখল মোহামেডান

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-19 20:38:39

ঢাকার ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সেরা সময়টা পেছনেই ফেলে এসেছে তারা। আসছে মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলটিকে দেখা যাবে কীনা তা নিয়েও আছে শঙ্কা। কারণ হারের বৃত্তে বন্ধী থেকে সাদা কালো শিবির এখন অবনমন অঞ্চলের দল। পথ হারানো সেই মোহামেডান অবশেষে জয়ের মুখ দেখেছে।

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলটি হারিয়েছে টিম বিজেএমসিকে। বিস্ময়কর হলেও সত্য টানা ১১ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে জনপ্রিয় এই ক্লাবটি। তিন ড্র আর আট হারের পর স্বস্তির জয়!

ছুটির দিনে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ২-১ গোলে জয় তুলে নেয় মোহামেডান। এই জয়ে প্রিমিয়ারে টিকে থাকার পথে কিছুটা এগিয়ে থাকল মতিঝিলের ক্লাবটি।

যদিও খেলার দ্বিতীয় মিনিটেই লিড নিয়েছিল বিজেএমসি। গোলদাতা দলের উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক। তবে ১৯তম মিনিটেই সমতা ফেরায় মোহামেডান। জাপানের মিডফিল্ডার উরিয়ু নাগাতা পেনাল্টি শটে গোল করতে ভুল করলেন না।

এরপর ৬১তম মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন দিয়াবাত। এই গোল ধরে রেখেই মাঠ ছাড়ে দলটি। এনিয়ে এবারের লিগে দ্বিতীয় জয়ের মুখ দেখল মোহামেডান।

এখনো অবনমনের শঙ্কায় আছে দলটি। কারণ ১৩ ম্যাচে অর্জন মাত্র ৯ পয়েন্ট। ১৩ দলের মধ্যে অবস্থান ১১ নম্বরে। টিম বিজেএমসির অবস্থা আরো শোচনীয়। ৪ পয়েন্ট নিয়ে লিগে তলানিতে আছে তারা।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুক্রবারের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে তারা।

সাইফের হয়ে গোল দুটি করেন কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবা ও অধিনায়ক জামাল ভূইয়া। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং। রহমতগঞ্জের অর্জন ১২ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর