লিভারপুল নয়, নিজেদের নিয়েই ভাবছে ম্যানসিটি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-30 18:30:23

ভাগ্যটা নিজেদের হাতেই আছে ম্যানচেস্টার সিটির। শেষ ম্যাচে শুধু ব্রাইটনকে হারাতে পারলেই চলবে! ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় থেকে মাত্র এক ম্যাচে দূরে পেপ গার্দিওলার। দল। রোববার নিজেদের শেষ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না ম্যানসিটি। উলভসের বিপক্ষে আরেক ম্যাচে লিভারপুল কী করল তা নিয়ে চিন্তিত নয় দলটি।

অবশ্য ম্যানসিটি রোববার পয়েন্ট হারালে ইংলিশ লিগ জয়ের দরজা খুলে যাবে লিভারপুলের। তখন উলভসকে হারাতে হবে অলরেডদের। লিগের শেষ লড়াইয়ের আগে ৩৭ ম্যাচে সিটির পয়েন্ট ৯৫। সমান ম্যাচে ৯৪ পয়েন্ট লিভারপুলের। মানে ম্যানসিটি ড্র করলেই সুযোগ এসে যাবে এনফিল্ডের ক্লাবটির।

তবে পেপ গার্দিওলার দৃষ্টি শুধু নিজেদের ম্যাচেই। ম্যানসিটি কোচ বলছিলেন, ‘শেষ ম্যাচে লিভারপুল কী করবে তা নিয়ে আমাদের আগ্রহ নেই। আমাদের কি করতে হবে সেটা নিয়েই ভাবছি। কারণ আমরা জিতলে কে কী করল তাতে কিছু যাবে আসবে যাবে না।’

ব্রাইটনের বিপক্ষে ম্যাচে কোন ঝুঁকি নিতে রাজী নন গার্দিওলা। শুরুতেই চেপে ধরতে চান প্রতিপক্ষকে। যদিও ভাল করেই জানেন লড়াইটা সহজ হবে না। কারণ ম্যাচটি খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। এ কারণেই শিষ্যদের সতর্ক করে দিলেন গার্দিওলা।

ম্যানসিটির কোচ বলেন, ‘ম্যাচের শুরুর দিকে গোল পেয়ে গেলে খুব ভাল হয়। ব্রাইটনের রক্ষণভাগে চোখ আছে বেশ কিছুদিন ধরেই। ওদের খেলা বিশ্লেষণ করে দেখেছি। তাছাড়া এফএ কাপে ওদের সঙ্গে খেলেছি আমরা। যতোটুকু বুঝতে পারছি ব্রাইটনকে হারানো সহজ নয়। তবে আমি জানি কিভাবে খেলতে হবে। আমরা জিতে গেলে লিভারপুল হারল নাকি জিতল এসব নিয়ে ভাবতে হবে না!’

অবশ্য লিভারপুল হাওয়ায় উড়ছে। বার্সেলোনাকে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে উড়িয়ে দলটি পেয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট। আর ম্যানসিটি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা এই টুর্নামেন্টের নকআউট পর্বের শুরুতেই বিদায় নেয়। তবে অতীত ভুলে বর্তমানেই চোখ গার্দিওলার। প্রিমিয়ার লিগে জিতে সব দুঃখ ভুলতে চান ম্যানসিটির এই স্প্যানিশ কোচ!

এ সম্পর্কিত আরও খবর