মাকে নিয়ে আবেগী বার্তা সাকিব-মুশফিক-সাব্বিরের

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-31 11:02:34

মা-চিরন্তন আত্মত্যাগ আর ভালবাসার প্রতিচ্ছবি। মমতাময়ী মাকে ঘিরে আবেগের শেষ নেই। সন্তানের শেষ আশ্রয় মা। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে পালিত হয় মা দিবস। এবারও ব্যতিক্রম হচ্ছে না। গর্ভধারিণী, জননীকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।

মায়েদের শুভেচ্ছায় সিক্ত করছেন সন্তানরা। আর বাংলাদেশের ক্রিকেটাররাও সামিল বিশ্ব মা দিবসের এই আয়োজনে। মাকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান।

এই তিন ক্রিকেটারই এখন ত্রিদেশীয় ক্রিকেট খেলতে রয়েছেন আয়ারল্যান্ডে। সুদুর পরবাস থেকে সাকিব আল হাসান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দিয়েছেন স্ট্যাটাস। যেখানে তিনি পৃথিবীর সব মাকে অলরাউন্ডারের চেয়ারে বসালেন।

সাকিব লিখেছেন, ‘আমাদের সবার পরিবারের সবদিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়। যত্ন ও ভালোবাসার সাথে সংসারে স্বচ্ছলতা আনায় তাদের অবদানও অপরিসীম। পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।’

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক পৃথিবীর সব মাকে জানালেন শুভেচ্ছা। যেখানে একটি ছবিতে তিন নারীকে জায়গা দিলেন তিনি। তারা হলেন- মা, শাশুড়ি মা ও স্ত্রী। বিশেষ এই তিনজনের ছবি মুশফিক লেখেন, ‘পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা। বিশেষ করে ছবির এই তিন নারীকে। তোমরা অনন্য, সুন্দরী আর দুনিয়ার সবচেয়ে বড় আশীর্বাদ।’

জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার সাব্বির রহমানও শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত করলেন জন্মদাত্রী মাকে। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস।

সাব্বির লেখেন, ‘মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম...মায়ের চেয়ে সহজ গভীর কোন অনুভূতি নেই...মায়ের ভালোবাসা হয়তো পৃথিবীর কোন দাড়ি পাল্লায় মাপা সম্ভব নয়...পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল কিন্তু মায়ের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না....সেই ছোট ছোট পায়ে তোমার হাত ধরে পথ চলতে চলতে এই পর্যন্ত এসেছি এর পেছনে তোমার অবদান শীর্ষে মা...তুমি আমার জীবনের প্রথম দেখা সেই জন যাকে আল্লাহ তার অনুপস্থিতিতে আমার কাছে পাঠিয়েছে তুমি আমার জীবনের পথ চলা থেকে শুরু করে জীবনের শ্রেষ্ঠ এবং ভাল একজন মানুষ হিসেবে তৈরী করেছ...তোমার তুলনা কারো সাথে হয়না মা...প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোমার দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই....আল্লাহতায়ালা যেন তোমার আয়ু হাজার বছর বাড়িয়ে দেয় এবং তোমার হাতটা সারা জীবন যাতে ছায়ার মত আমার মাথার উপর থাকে...
তোমাকে সত্যিই অনেক ভালবাসি মা..
Happy Mother’s Day Maa....?’

এ সম্পর্কিত আরও খবর