নাসের হুসেইনের চার ফেভারিট

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 16:19:03

মাঠের ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও লম্বা সময় ধরেই ক্রিকেটের সঙ্গে আছেন নাসের হুসেইন। ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। এবারের বিশ্বকাপেও ধারাভাষ্য কক্ষে দেখা যাবে ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ককে। বিশ্বকাপে ১০ দলের মধ্যে সেরা চারকে বেছে নেয়ার প্রশ্নটা শুনতে হলে তাকেও। উত্তরে নাসের হুসেইন সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নিলেন ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে।

স্কাই স্পোর্টসের হয়ে বিশ্বকাপ শো’র একটি অনুষ্ঠানে নাসের হুসেইন বলছিলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। পুরো দলের মধ্যে শক্তিমত্তার দারুণ একটা ভারসাম্য আছে। নিজ দেশে খেলা বলে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের ওপর চাপ থাকবে। তবে ইংল্যান্ডও এবারের বিশ্বকাপের অনেক শক্তিমান দল। আর নিউজিল্যান্ড ও পাকিস্তান বিশ্বকাপে অনেককে চমকে দিতে পারে।’

সম্ভাব্য ফেভারিট হিসেবে যে চারদলের নাম বলেছেন নাসের হুসেইন সেই তালিকায় ভারত ও স্বাগতিক ইংল্যান্ডের পক্ষে প্রচুর সমর্থন আছে। কিন্তু নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নাসেরের মতো সবাই হিসেবের খাতায় রাখছেন না।

নাসের হুসেইন পাকিস্তানকে ফেভারিটের মর্যাদা দেয়ার যুক্তি হিসেবে বলেন, ‘ক্রিকেট মাঠে পাকিস্তান প্রায় সময়ে চমকে দেয়ার ক্ষমতা রাখে। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১৭ সালে বহুজাতিক ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।’

বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজটা পাকিস্তানের জন্য বিশ্বকাপে অনেক সহায়ক হতে পারে। ইংলিশ কন্ডিশনের সঙ্গে আগেভাগে অভ্যস্ত হয়ে উঠার একটা সুযোগ পাচ্ছে পাকিস্তান। এখানকার উইকেট কেমন আচরণ করবে-সেই সম্পর্কেও একটা আগাম অভিজ্ঞতা হয়ে যাচ্ছে তাদের। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের এই সুযোগকে বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন নাসের হুসেইন।

পাকিস্তানের ক্রিকেট তাকে খুবই আকৃষ্ট করে এটা জানিয়ে নাসের হুসেইন বলছিলেন-‘পাকিস্তান চমকপ্রদ ক্রিকেট খেলতে ভালোবাসে। যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখে পাকিস্তান। বাস্তবতা হলো এবারের বিশ্বকাপে পাকিস্তানকে বাতিল করে দেয়ার উপায় নেই।’

এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে। ওভালে সেদিন স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

এ সম্পর্কিত আরও খবর