বোলিংয়ে বাংলাদেশ, আবু জায়েদ রাহীর অভিষেক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:24:04

ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের ফিরতি ম্যাচে ব্যাটিং বেছে নিয়েছে। টস পর্বে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও জানান-টসে জিতলে এই উইকেটে তিনিও আগে ব্যাটিংই বেছে নিতেন। এই ম্যাচে বাংলাদেশ দলে একটা বদল আনা হয়েছে। চোটের কারণে পেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় খেলছেন আবু জায়েদ রাহী। বাংলাদেশের হয়ে টেস্ট খেললেও ওয়ানডেতে আজ সোমবার অভিষেক হচ্ছে এই পেস বোলারের।

টুর্নামেন্টে দুটি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ আগেভাগেই ফাইনালে উঠে এসেছে। আজকের এই ম্যাচ জিতলে ফাইনালে বাংলাদেশ তাদের সঙ্গী হবে।

তিনজাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টানা দুটো ম্যাচে জিতে ফাইনালে নাম লেখায়। বৃৃষ্টির কারনে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ বাতিল হয়ে যায়।

বাংলাদেশ: তামিম, সৌম্য, সাকিব, মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির, মাশরাফি, আবু জায়েদ রাহী, মিরাজ, মুস্তাফিজ।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়েন অ্যালেন, অ্যাসলে নার্স, শেল্ডন কোটরেল, খেমার রোচ ও রেমন রেইফার।

এ সম্পর্কিত আরও খবর