পাকিস্তানকে ওয়ানডে সিরিজেও হারাল টাইগার যুবারা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 00:15:02

একই ভেন্যুতে চেনা দৃশ্য! পাকিস্তানের বিপক্ষে ফের দাপট বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের। তিন দিনের ম্যাচের পর এবার ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে জুনিয়র টাইগাররা। সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দল জিতেছে অনায়াসে ১৭ রানে।

গত শনিবার খুলনাতেই সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৯ রানের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশের যুবারা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ২৫৯ রান। জবাবে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২৪২ রান।

ম্যাচ টস জিতে শুরুতে ব্যাট করতে ভুল করেনি বাংলাদেশ। তবে শুরুটা ভাল ছিল না। দলের রান যখন ১১ তখনই উইকেট পতন শুরু। তবে এরপরই হাল ধরেন মফিজুল ইসলাম রবিন ও সাকিব শাহরিয়ার। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৪৯ রান। সাকিব শাহরিয়ার আউট ২৪ রানে।

রবিন ও আইচ মোল্লা ৯৬ রান যোগ করলে দল পথ খুঁজে পায়। ১০২ বলে ৬৯ রানে ফেরেন রবিন। আগের ম্যাচে দুর্দান্ত খেলা আইচ মোল্লা ৫৬ বলে করেন ৫২ রান। মাহফুজুর রহমান রাব্বি ৩৪ বল খেলে ৩টি বাউন্ডারি  অপরাজিত ৪৪। ৩২ রান করেন অধিনায়ক রিহাদ খান।

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের আসীর মুঘল ও আলিয়ান মাহমুদ নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে দেখে-শুনেই খেলছিল পাকিস্তান। তার পথ ধরে দল পায় ৫৪ রানের উদ্বোধনী জুটি। তবে এরপর টাইগার বোলাররা দেখে-শুনেই বল করেছেন। এরমধ্যে সামির সাকিব ৮৭ বলে করেন ৫৫ রান। মোহাম্মদ ওয়াক্কাস ৩৮, অধিনায়ক ওমর ইনাম ৩৪, কাশিফ আলী ২৮ রান তুলে ফেরেন সাজঘরে। ৫০ ওভার শেষে ২৩৮ রানে আটকে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল।

এখানেও বল হাতে সফল মাহফুজুর রহমান রাব্বী। ৫০ রান দিয়ে নেন ৩ উইকেট। আশিকুর রহমান দুটি আর একটি করে উইকেট নেন মুশফিক হাসান, আজিজুল হাকিম ও আইচ মোল্লা। টানা দ্বিতীয়বার ম্যাচে সেরা মাহফুজুর রহমান রাব্বী।

এবার স্বাগতিকদের হোয়াইট ওয়াশের মিশন! আগামী বুধবার খুলনাতেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা।

এ সম্পর্কিত আরও খবর