ট্রফির সঙ্গে অনেক কিছুই পেলেন অধিনায়ক মাশরাফি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:23:24

ঠিক যা যা চেয়েছিলেন এই টুর্নামেন্ট থেকে তার সবকিছুই পেলেন অধিনায়ক মাশরাফি। বাংলাদেশ ক্রিকেটের অনেক সাফল্যের সঙ্গে লেখা তার নাম। প্রথমবারের মতো বহুজাতিক কোনো ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি জয়ী বাংলাদেশি অধিনায়ক হিসেবেও সৌভাগ্যটা তারই।

আয়ারল্যান্ডের তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে মাশরাফি বলেছিলেন-‘বিশ্বকাপের জন্য এটা হবে আমাদের প্রস্তুতি।’ তো সেই প্রস্তুতিটা এতোই ভালো হলো যে এখন বিশ্বকাপের মতো কঠিন টুর্নামেন্টকে খুব কঠিন কিছু মনে হচ্ছে না তার। তবে ট্রফি জয়ের দিনেও বিশ্বকাপ বাস্তবতা ঠিকই মনে করে দিলেন অধিনায়ক- ‘বিশ্বকাপের মাঠের উইকেট হবে আরো রানের উইকেট। সেখানকার কন্ডিশন হবে আরো কঠিন। তবে হ্যাঁ এই টুর্নামেন্ট থেকে আমরা ট্রফি জেতার সঙ্গে যা পেয়েছি তার নাম আত্মবিশ্বাস। বিশ্বকাপের লড়াইয়ে এই আত্মবিশ্বাসটাই আমাদের অনেক কাজে লাগবে।’

মাশরাফি জানেন বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচে সাফল্য পেতে হলে দুটি বিষয় আবশ্যিক। আগে ব্যাটিং করলে স্কোরবোর্ডে বড় সঞ্চয় জমা করতে হবে। আর পরে ব্যাটিং করলে বড় রান তাড়া করে ম্যাচ জিততে হবে।

পরে ব্যাটিং করে ম্যাচ জেতার ভালো অভ্যাসটা অন্তত আয়ারল্যান্ডের এই টুর্নামেন্ট থেকে পেয়ে গেলো বাংলাদেশ। মাশরাফি সেই প্রসঙ্গে বলছিলেন-‘দেখুন যে কোনো টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া সহজ বিষয় নয়। আমরা এবার সেটা করে দেখাতে পেরেছি। পুরো দলের আত্মবিশ্বাস এতে অনেক বাড়বে। তাছাড়া বড় রান করে বাংলাদেশ যে ম্যাচ জিততে পারে, সেই বিশ্বাস, সেই শক্তি আমরা এই টুর্নামেন্ট থেকে নিয়ে যাচ্ছি।’

শুক্রবারের বৃষ্টিবাধায় পড়া ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৫২ রান। কিন্তু বৃষ্টিতে ম্যাচের ওভার করে যাওয়ায় ডার্কওয়ার্থ লুইস মেথেড অনুযায়ী বাংলাদেশের টার্গেট বেড়ে যায় অনেক। ২৪ ওভারে করতে হবে ২১০ রান। ওভার প্রতি প্রায় ৮ রানের বেশি। যে কোনো হিসেবে এটা কঠিন টার্গেট।

কিন্তু সেই কঠিন টার্গেটই ৫ উইকেট অক্ষত এবং ৭ বল বাকি থাকতেই টপকে যায় বাংলাদেশ। এই ম্যাচ জয়ের কৃতিত্ব দলের সবাইকে ভাগ করে দিলেন অধিনায়ক-‘ব্যাটিংয়ের শুরুটা আমাদের চমৎকার হয়েছে। সৌম্য মারকুটে ভঙ্গিতে ব্যাট করেছে। মুশফিক ও মিঠুন মাঝে কার্যকর ইনিংস খেলেছে। আর শেষের দিকে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক দুর্দান্ত ফিনিশিং দিয়েছে।’

শুরু, মাঝে এবং শেষে-ব্যাটিংয়ের তিন স্তরে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশ এই ম্যাচ জিতেছে।

ট্রফি হাতে নিয়ে বিজয় মঞ্চে উল্লাসের জন্য পুরো দলকে ডেকে নিয়ে এলেন মাশরাফি। ট্রফি উঁচিয়ে জানালেন-ধন্যবাদ দল, এই সাফল্যের আমাদের বড্ড প্রয়োজন ছিলো।

এ সম্পর্কিত আরও খবর