হতাশার হারে মৌসুম শেষ রিয়ালের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 15:19:51

মৌসুমের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে গেছে রিয়াল মাদ্রিদ। শেষেও একই দৃশ্যপট। হতাশাতেই স্প্যানিশ লা লিগা শেষ করেছে সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। রোববার নিজেদের মাঠেও ব্যর্থতায় ডুবল তারা। শেষ রাউন্ডে রিয়াল বেটিসের কাছে হার মেনেছে রিয়াল।

রোববার দুপুরে বার্নাব্যুতে ২-০ গোলে হেরে গেছে জায়ান্টরা। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও হার ( ১-৩) হার মেনেছিল রিয়াল।

কোচ পাল্টে জিনেদিন জিদান দ্বায়িত্ব নিলেও ভাগ্য বদলায়নি রিয়ালের। আগের মতোই ব্যর্থ দলটি। এদিন নিজেদের মাঠে বিস্ময়কর ফুটবল খেলল তারা। রিয়ালের মাঠে দারুণ দাপট দেখাল বেটিস। তারা আরো বড় ব্যবধানে জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না।

বিচ্ছিন্নভাবে আক্রমণে গিয়েও ফায়দা তুলে নিতে পারেননি করিম বেনজেমারা। হতাশই হতে হয়েছে রিয়ালের। এরমধ্যে খেলার ৬১তম মিনিটে লিড নেয় বেটিস। স্বাগতিকদের হতাশ করে ম্যাচে ব্যবধান গড়ে দেন লোরেন মোরোন। ৭ মিনিট পরই দ্বিগুণ হতে যাচ্ছিল ব্যবধান। কিন্তু লো সেলসোর জোরালো শট আটকে দেন রিয়ালের গোলকিপার কেইলর নাভাস।

তবে ৭৫তম মিনিটে ঠিকই আরেকটি গোল তুলে নেয় বেটিস। প্রতিপক্ষের সমর্থকদে স্তব্ধ করে জোসে রদ্রিগেস খুঁজে নেন নিশানা। এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে বেটিস।

এবারের লা লিগায় জিদানের অধীনে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয়ের দেখা পায়নি রিয়াল। চারটিতে হার, ড্র দুটি ম্যাচ। পথ হারানো দলটিকে নিশ্চিত করেই আসছে মৌসুমে নতুন করে সাজাবেন জিজু।

লিগ শেষে ৩৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল রিয়াল মাদ্রিদ। ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে আতলেতিকো মাদ্রিদ। ৮৬ পয়েন্ট নিয়ে লিগ আগেই জিতে নিয়েছে লিওনেল মেসির বার্সেলোনা।

এ সম্পর্কিত আরও খবর