পাকিস্তান বিশ্বকাপ দলে আমির, ওয়াহাব রিয়াজ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 01:32:33

বিশ্বকাপের জন্য পাকিস্তান তাদের চুড়ান্ত দল ঘোষণা করেছে। সোমবার, ২০ পাকিস্তান এই দল ঘোষণা করে। আগের ঘোষিত দল থেকে সর্বশেষ দলে দুটি বদল আনা হয়েছে। বিশ্বকাপ দলে নতুন করে জায়গা করে নিয়েছেন দুই পেসার মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ। আগের দল থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ ও জুনায়েদ খান। 

গত মাসে বিশ্বকাপের যে দলটা পাকিস্তান দিয়েছিলো সেখানে ফর্মে নেই -এই কারণ দেখিয়ে মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজকে বাদ দেয়া হয়েছিলো। এখন সেই দুজনকেই তারা আবার দলে ফিরিয়ে এনেছে। ধারণা করা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সব ম্যাচে হারের পর দল বিশ্লেষণ করতে বসে পাকিস্তানের নির্বাচকরা সিদ্ধান্তে পৌছান যে এই দলের বোলিং শক্তিতে ঘাটতি আছে। সিরিজের প্রায় প্রতিটি ম্যাচে পাকিস্তানের বোলাররা প্রচুর রান খরচ করে। দলে অভিজ্ঞ ও ম্যাচ উইনার বোলারের অভাব দেখতে পান নির্বাচকরা। তাই সিদ্ধান্ত নেন চুড়ান্ত দলে মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজকে ফিরিয়ে আনার।

দলে এই বদল প্রসঙ্গে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলছিলেন-‘ওয়াহাব রিয়াজ অনেক অভিজ্ঞ বোলার। পুরানো বলে বোলিংয়ের কৌশলটা সে জানে। বলে কিভাবে রিভার্স সুইং করাতে হয় সেটাও তার বেশ ভালোই জানে।’

শুরুতে বিশ্বকাপের ১৫ জনের দলে মোহাম্মদ আমিরের নাম পাকিস্তান না রাখলেও তাকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছিলো। কিন্তু সেই সিরিজও তিনি খেলতে পারেননি। অসুস্থতা নিয়ে ফিরে আসেন। তবে এখন তিনি ফিটনেস ফিরে পেয়েছেন। অবাক করার বিষয় হলো আমিরকে বাদ দেয়ার সময় বলা হচ্ছিলো তার ফর্ম নেই। কিন্তু এখন যখন তাকে বিশ্বকাপের চুড়ান্ত দলে নেয়া হলো তখন তিনি এই মাঝের সময়ে কোনো ম্যাচেই খেলেননি!

-তাহলে কোন বিবেচনায় মোহাম্মদ আমির বিশ্বকাপের ১৫ জনের দলে?

পাকিস্তানের নির্বাচকরা এই প্রশ্নের উত্তরেও অভিজ্ঞতার মধ্যেই আশ্রয় খুঁজলেন-‘অতীতে ইংল্যান্ডের মাটিতে মোহাম্মদ আমির ভালো পারফরমেন্স করেছিলেন।’

ইনজামাম-উল-হক জানাচ্ছেন-‘আমরা দল নিয়ে কোনো আতঙ্কে ভুগছি না। দলে বদল আনার আগে অধিনায়ক সারফরাজ আহমেদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। কোচ মিকি আর্থারের সঙ্গেও আলোচনা করেছি। সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তবে মুলত ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে পাকিস্তানি বোলারদের ব্যর্থতার কারণেই বিশ্বকাপ দলে হঠাৎ এই বদল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ইংল্যান্ডের কাছে ৪-০ তে ওয়ানডে সিরিজ হার এবং বিশ্বকাপ দল প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক সারফরাজ আহমেদ বলছিলেন-‘ওয়ানডে সিরিজে আমরা বোলিং ও ফিল্ডিং মোটেও ভালো করতে পারিনি। তবে ব্যাটসম্যান ভালো পারফর্ম করেছে। এই দল নিয়ে আমরা বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে বলে আশাবাদি। আমাদের ওপেনার এবং মিডলঅর্ডার ব্যাটসম্যানরা ভালো রানে আছে। এখন শুধু বোলিং ও ফিল্ডিং সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।’

পাকিস্তানের চুড়ান্ত বিশ্বকাপ দল: সারফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফকর জামান, হ্যারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন আফ্রিদি ও শোয়েব মালিক।

এ সম্পর্কিত আরও খবর