সাব্বির-মোসাদ্দেকের আফসোস ও অপেক্ষা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:36:23

পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে বাতিল প্রস্তুতি ম্যাচ নিয়ে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন দুজনের দুঃখটা একই রকম, ‘এই ম্যাচ হলে আমরা ভালো একটা সুযোগ পেতাম। প্রস্তুতি ম্যাচ মানেই তো নিজেদের ভালো করে প্রস্তুত করে নেয়া। কিন্তু সেই সুযোগটা পেলাম না আমরা।’

কার্ডিফের বৃষ্টি গিলে খেয়েছে সেই সুযোগ।

দুজনেই আবার ঠিক সামনের প্রস্তুতি ম্যাচের জন্যও একই অপেক্ষা নিয়ে তাকিয়ে, ‘দুদিন বাদে আমাদের আরেকটা প্রস্তুতি ম্যাচ আছে এখানে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে ভালো করলে বিশ্বকাপের আসল ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস আরও বাড়বে। প্রস্তুতি ম্যাচ থেকে সেই পুঁজি নিতে চায় দল।’

বাংলাদেশের মুল একাদশে কে খেলবেন সাব্বির রহমান নাকি মোসাদ্দেক হোসেন সৈকত? এই প্রশ্নের সমাধান খুঁজছে এখন বাংলাদেশ। সাত বা আটে সাব্বিরের জায়গাটা নিশ্চিতই ছিল। কিন্তু আয়ারল্যান্ডে তিনজাতি ক্রিকেটের ফাইনালে মোসাদ্দেক লোয়ার অর্ডারে নেমে যে দুর্দান্ত কায়দায় ব্যাটিং করে দলকে জয় এনে দিয়েছেন তাতে পরের আন্তর্জাতিক ম্যাচে তাকে বাদ দেয়ার উপায়ও যে খুব নেই। কিন্তু অভিজ্ঞতার বলে আবার সাব্বির এগিয়ে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ জুনের ম্যাচে একাদশে কে থাকছেন, সেই প্রশ্নের ভালো একটা উত্তর পাওয়া যেত দুটো প্রস্তুতি ম্যাচে। যে প্রস্তুতির প্রথম ম্যাচটা তো বৃষ্টিতে বাতিল। ২৮ মে, মঙ্গলবার ভারতের সঙ্গে কার্ডিফের এই সোফিয়া গার্ডেনেই বিশ্বকাপের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকা মোসাদ্দেক জানালেন, ‘ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ভালো কিছু করতে পারলে মূল ম্যাচে জায়গা করতে পারব। কারণ বাংলাদেশ দলে জায়গা পাওয়ার জন্য এখন ভালো প্রতিযোগিতা চলছে।’

নিজের ব্যাটিং প্রসঙ্গে মোসাদ্দেক সাংবাদিকদের জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ফাইনালের পর ব্যাটিংয়ে নিজের ওপর আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে গেছে। নেটেও আমি বেশ ভালো ব্যাটিং করছি। যখন যে শটস খেলার চেষ্টা করছি, সেটা খেলতে পারছি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা আমরা জিততে চাই। ঐ ম্যাচ জিততে পারলে অনেক বড় আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামতে পারব।’

একই অপেক্ষায় আছেন সাব্বির রহমানও। বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় মিক্সড জোনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাব্বির বলছিলেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমাদের আরেকটা প্রস্তুতি ম্যাচ আছে। বড় ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে সেই ম্যাচে ভাল পারফরমেন্সের অপেক্ষায় আছি আমিও।’

দলে নিজের ভূমিকা সম্পর্কে সংজ্ঞাটা মুখস্থ হয়ে গেছে সাব্বিরের, ‘আমি ছয়, সাত বা আটে ব্যাট করতে নামি। তখন আমার কাজ থাকে একটাই ম্যাচ শেষ করে জিতে আসা। আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’

এ সম্পর্কিত আরও খবর