বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির শঙ্কা!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 11:46:10

প্রথম প্রস্তুতি ম্যাচটা ভেসেছে বৃষ্টিতে। বিশ্বকাপ লড়াইয়ের আগে আজ শেষ ম্যাচে কি মাঠে নামতে পারবে বাংলাদেশ?

প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে আবহাওয়া পূর্বাভাস যা জানাচ্ছে তা কোনভাবেই স্বস্তিকর নয়। বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচেও চোখ রাঙাচ্ছে কার্ডিফের বৃষ্টি। মঙ্গলবার সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় দুই দল মাঠে নামতে পারবে কীনা তা নিশ্চিত নয়।

আজ ২৮ মে ভেন্যু শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস। পুরোটা দিনই আকাশে মেঘ জমতে থাকবে। বলা হচ্ছে বৃষ্টিপাতও হতে পারে। এর আগে বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামতেই পারেনি টাইগাররা।

এ কারণেই সূর্য হেসে উঠার অপেক্ষায় বাংলাদেশ দল। এই ম্যাচটা মিস করতে চায় না তারা। কারণ এরপরই যে শুরু বিশ্বকাপের আসল লড়াই।

এই ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। তবে মাঠে নামতে প্রস্তুত সাকিব আল হাসান। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই হ্যামস্ট্রিং ইনজুরি বয়ে বেড়াচ্ছেন মাশরাফি। এজন্যই তিনি এই ম্যাচে নিশ্চিত নন। সোমবারই ফিল্ডিং অনুশীলনে উরুর ওপরের দিকে চোট পান তামিম। আঘাতটা গুরুতর না হলেও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রামে রাখার পরিকল্পনা আছে।

এক্ষেত্রে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন থাকতে পারেন মাঠে। যে ভাল করবেন তারই হয়তো ডাক মিলবে বিশ্বকাপ একাদশে।

ভারতের বিপক্ষে জয়ে চোখ রেখেই নামবে দল। দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন আগের দিনই কার্ডিফে সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ম্যাচ আছে মূল টুর্নামেন্টের শেষের দিকে। এখানে ভালো কিছু করতে পারলে ওই ম্যাচেও আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। প্রতিটি ম্যাচই বিবেচনায় নিতে হবে। আমাদের সামনে জয়ের বিকল্প নেই। কালকে (মঙ্গলবার) প্রতিটি ক্রিকেটার জয়ের জন্য মাঠে নামব আমরা।’

অন্যদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে হেরেছে ভারত। সেই ধাক্কা সামলে উঠতে চায় বিরাট কোহলির দল। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এটাই সেরা সুযোগ।

৩০ মে, বৃহস্পতিবার শুরু বিশ্বকাপ লড়াই। তবে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশ-ভারত
শুরু বেলা ৩.৩০ মিনিট
(সরাসরি গাজী টিভি, স্টার স্পোর্টস ১)

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড
শুরু বেলা ৩.৩০ মিনিট
(সরাসরি স্টার স্পোর্টস ২)

এ সম্পর্কিত আরও খবর