ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-15 16:28:07

আসল লড়াইয়ের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস ভাগ্য সঙ্গে থাকল মাশরাফি বিন মর্তুজারই পক্ষে। মঙ্গলবার টস জিতে প্রথমে ফিল্ডিং নিতে দেরি করেন নি টাইগার ক্যাপ্টেন।

আগেই ইঙ্গিত ছিল বৃষ্টির বাধায় পড়তে পারে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও। আবহাওয়া পূর্বাভাস সত্য করে টসের পরই কার্ডিফের সোফিয়া গার্ডেনে নেমে এসেছে বৃষ্টি। স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হলে ঢেকে দেওয়া হয় সেন্টার উইকেট! অবশ্য তার কিছুক্ষণ পরই হেসে উঠে সূর্য।

তারপরই ব্যাট করতে নেমেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। কিন্তু মুস্তাফিজুর রহমান দুই বল করতেই ফের শুরু হয় বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। 

বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠেই নামতে পারেনি দল। বৃষ্টিতে ভেসে গিয়েছিল ম্যাচটি। অন্যদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে ভারত।

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর পর থেকেই এই দ্বৈরথ থাকছে আলোচনায়। বেশ কয়েকবার তাদের বিপক্ষে জয়ের কাছাকাছি গেয়েও হার দেখেছে টাইগাররা। যদিও সবশেষ ৪টি ওয়ানডেতে ভারতের কাছে হার দেখেছে টাইগাররা। তবে প্রতিবারই সম্ভাবনা জাগিয়েও হতাশ হয়ে মাঠ ছেড়েছেন তারা।

ভারতের বিপক্ষে দলে আছেন সাকিব আল হাসান। চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। শঙ্কা থাকলেও খেলছেন অধিনায়ক মাশরাফি। অন্যদিকে কাঁধের চোটের জন্য প্রস্তুতি ম্যাচে নেই ভারতের কেদার যাদব।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরী।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

এ সম্পর্কিত আরও খবর