চোটের তালিকায় এবার তামিম

ক্রিকেট, খেলা

এম. এম কায়সার, ক্রীড়া সম্পাদক, লন্ডন থেকে | 2023-08-26 10:49:45

বিশ্বকাপ মিশন শুরুর আগেই বাংলাদেশ দলে ইনজুরির মিছিল। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। পিঠের ব্যথায় কাবু মোহাম্মদ সাইফুদ্দিন। রুবেল হোসেন, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও ধাক্কা সামলে উঠতে পারেন নি! এরইমধ্যে লন্ডনে পা দিয়েই শুনতে হয়েছে আরেক দুঃসংবাদ! চোটের তালিকায় এবার তামিম ইকবাল।

ঊরুর ওপরের অংশের চোট কাটিয়ে মাঠে নেমেই নতুন ইনজুরিতে এই ওপেনার। শুক্রবার ওভালে বাংলাদেশের অনুশীলনে ব্যাটিংয়ের সময় বাঁ হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন জাতীয় দলের এই মহাতারকা।

ওভালে সেন্টার উইকেটে ব্যাট করছিলেন তামিম। হঠাৎ করেই একটি বল এসে লাগে বাঁ বাহুতে। ব্যথায় কাবু তামিমকে দেখতে দ্রুত ছুটে যান ফিজিও তিহান চন্দ্রমোহন। প্রাথমিক চিকিৎসা শেষে মাঠ ছাড়েন তিনি।

দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এরপরই জানাচ্ছিলেন, ‘একটু আগেই হাতে চোট পেয়েছে তামিম। এখনও কিছু সেভাবে বোঝা যাচ্ছে না। এক্সরে রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

সতর্কতা হিসেবে শুক্রবারই তামিমের হাতে স্ক্যান করাবে টিম ম্যানেজম্যান্ট। তারপরই জানা যাবে এই চোট কতোটা মারাত্মক।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। শুরুতেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে তামিমের ইনজুরি ভাবনায় ফেলে দিয়েছে টিম ম্যানেজম্যান্টকে।

এ সম্পর্কিত আরও খবর