অলরাউন্ডার সাকিবের শ্রেষ্ঠত্বের আরেকটি রেকর্ড

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, লন্ডন থেকে | 2023-08-30 09:56:01

লন্ডন থেকে: এইডেন মার্করামকে বোল্ড আউট করতেই দুর্দান্ত এক রেকর্ডে লেখা হলো বাংলাদেশের সাকিব আল হাসানের নাম। ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকার ক্লাবের সদস্য এতদিন ছিলেন মাত্র চারজন ক্রিকেটার। সাকিব সেই তালিকায় পঞ্চম। তবে এই কীর্তিমান ক্লাবের আগের চার সদস্যকে সাকিব ছাড়িয়ে গেছেন ম্যাচের হিসেবে। সবচেয়ে কম মাত্র ১৯৯ ম্যাচ খেলে সাকিব এই ক্লাবে নাম লেখালেন। সাকিবের শ্রেষ্ঠত্ব ওখানেই!

ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান ও ২৫০ উইকেট ক্লাবের শুরুর চার সদস্য ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া এবং পাকিস্তানের আব্দুল রাজ্জাক ও শহীদ আফ্রিদি। আব্দুল রাজ্জাক এই অলরাউন্ডার ক্লাবে যোগ ২৩৪ ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে। শহীদ আফ্রিদি তার ২৭৩ নম্বর ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন। ক্যালিস সময় নেন ২৯৬ টি ম্যাচ খেলে। সনাৎ জয়াসুরিয়া এই ক্লাবে নাম লেখান ক্যারিয়ারের ৩০৪ নম্বর ম্যাচে। আর সাকিব আল হাসান অলরাউন্ডারদের এই ক্লাবে প্রবেশ করলেন মাত্র ১৯৯ নম্বর ওয়ানডে ম্যাচ খেলে।

রেকর্ডটা গড়তে সাকিবের প্রয়োজন ছিল মাত্র একটি উইকেটের। সেই রেকর্ড গড়তে পারতেন তিনজাতি ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে সাকিব নিজের প্রথম বলেই! কিন্তু ক্যাচটা যে ফেলে দিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। সেই ম্যাচের ২২তম ওভারে সাকিব তার প্রথম ওভার করেন। তার সেই ওভারের প্রথম বলেই পল স্টার্লিং ক্যাচ তুলেন। পয়েন্টে সহজ সেই ক্যাচ মোহাম্মদ সাইফুদ্দিন হাতে নিয়েও ফেলে দিলেন! আর তাই রেকর্ড গড়তে সাকিবের সময়টা একটু বেশিই লাগলো। তিনজাতি ক্রিকেটের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলাই হয়নি সাকিবের। রেকর্ডের জন্য অপেক্ষা বাড়ে তার। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই অপেক্ষা শেষ হলো সাকিবের।

অলরাউন্ডারদের ক্লাবে সাকিব যে এবারই প্রথম কোনো রেকর্ড গড়লেন তা কিন্তু না। এর আগে ৫ হাজার রান ও ২০০ উইকেট শিকারের অলরাউন্ডারদের যে সংক্ষিপ্ত তালিকা আছে সেখানেও সাকিবের নামটা সবার উপরে। সেই তালিকায়ও সাকিব প্রবেশ করেছিলেন সবচেয়ে কম মাত্র ১৭৮টি ম্যাচ খেলে। যে ক্লাবে জ্যাক ক্যালিস যোগ দিয়েছিলেন ২২১টি ম্যাচ খেলে। সনাৎ জয়াসুরিয়া সময় নিয়েছিলেন ২৩৫টি ম্যাচ। পাকিস্তানের শহীদ আফ্রিদি কীর্তিটা গড়েন নিজের ২৩৯ নম্বর ম্যাচে। আর তার স্বদেশী আব্দুল রাজ্জাক সেই ক্লাবের চতুর্থ সদস্য হিসেবে যোগ দেন ২৫৮টি ম্যাচ খেলে।

সেই তালিকায় সাকিব সর্বশেষ সদস্য হলেও সবচেয়ে কম ১৭৮টি ম্যাচ খেলার রেকর্ড তার।

বিশ্ব অলরাউন্ডারদের সব রেকর্ডে ক্রমশ সাকিব আল হাসান নিজের নাম লেখাচ্ছেন এবং সেই কীর্তিতে শ্রেষ্ঠত্ব দেখাচ্ছেন।

সাকিবকে অভিনন্দন! ওয়েলডান বিশ্বসেরা অলরাউন্ডার!

৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকার অলরাউন্ডার ক্লাবের পাঁচ সদস্য

ক্রিকেটার ম্যাচ ম্যাচ রান ১০০/৫০ উইকেট
জ্যাক ক্যালিস ৩২৮ ১১,৫৭৯ ১৭/৮৬ ২৭৩
আব্দুল রাজ্জাক ২৬৫ ৫০৮০ ৩/২৩ ২৫৪
সনাৎ জয়াসুরিয়া ৪৪৫ ১৩,৪৩০ ২৮/৬৮ ৩২৩
শহীদ আফ্রিদি ৩৭৮ ৭৬১৯ ৬/৩৬ ৩৭৮
সাকিব আল হাসান ১৯৯ ৫৬৪২ ৭/৪১ ২৫০

 

এ সম্পর্কিত আরও খবর