...নেক্সট নিউজিল্যান্ড!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ওভাল স্টেডিয়াম, লন্ডন থেকে | 2023-08-31 15:37:12

ঠিক যাকে বলে আনন্দের আতিশয্যে লুটোপুটি খাওয়া তেমন কিছুই কিন্তু হলো না। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানের হারানোর আনন্দ আছে। তৃপ্তি আছে। তবে এক জয়ে সব পেয়ে গেলাম-এতো ক্ষুদ্র চিন্তায় আটকে নেই বাংলাদেশ দল। আর তাই রোববার সন্ধ্যায় ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও পরিস্কার জানিয়ে দিলেন,-‘আমাদের নিয়ে কে কি ভাবে, সেটা আমরা বেশি মাথায় রাখি না। এই যেমন আজকে যে ম্যাচটা জিতলাম, সেটা নিয়েও আর বেশি ভাবাভাবির কিছু নেই। ম্যাচটা জিতে পরের ম্যাচে যেতে পারছি এটুকু স্বস্তি তো অবশ্যই আছে। তবে এখন শুধু এই জেতা ম্যাচ নিয়ে পড়ে থাকলো তো চলবে না। এই ম্যাচ শেষ। এখন আমরা ভাবছি পরের ম্যাচ নিয়ে।’

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি হবে ৫ জুন, ওভালে। গেলো বিশ্বকাপের আসরে ফাইনাল পর্যন্ত খেলেছিলো নিউজিল্যান্ড। সেবার পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি ম্যাচেই হেরেছিলো, তাও ফাইনালে! এবারের নিউজিল্যান্ড দলও বেশ শক্তিশালী। ওয়ানডে ক্রিকেটে চমৎকার সময় কাটছে তাদের। দলে অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গেও বেশ অভ্যস্ত নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে তাদের শুরুটাও হয়েছে বেশ। শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দাপুটে ভঙ্গিতে নিউজিল্যান্ডেরও বিশ্বকাপ শুরু হয়েছে।

বাংলাদেশের প্রথম ম্যাচের সেরা পারফর্মার সাকিব আল হাসানও সেই কথাই মনে করিয়ে দিলেন-‘নিউজিল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। ওরা আইসিসির ইভেন্টগুলোতে সবসময় খুবই ভালো পারফরমেন্স করে। ওদের বিপক্ষে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথম ম্যাচে আমাদের এই জয় নিশ্চয়ই আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়াবে। তবে মনে রাখতে হবে নিউজিল্যান্ড কিন্তু তাদের প্রথম ম্যাচটা ১০ উইকেটে জিতে এসেছে ভালো একটা দলের বিপক্ষে। তাই স্বাভাবিকভাবেই আমাদেরকেও সেই ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে। যদি আমরা আমাদের পরিকল্পনাগুলো সবকিছু ঠিকঠাক মতো করতে পারি তাহলে সেই ম্যাচের ফলাফলও এমন কিছুই হবে।’

তাহলে নিউজিল্যান্ডই নেক্সট শিকার!

কোনো সন্দেহ নেই ওভালে ৫ জুনের দিবারাত্রির এই ম্যাচকে ঘিরে নিউজিল্যান্ড এখন বাড়তি চিন্তায়। বাংলাদেশকে নিয়ে তাদের এখন একটু বেশি হোমওয়ার্ক কষতে হচ্ছে। প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে ও নিয়ন্ত্রিত পারফরমেন্স। ওভালের উইকেটের সঙ্গে বাংলাদেশের মানিয়ে নেয়া। এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের খেলা সর্বশেষ দুই ম্যাচের ফল-এসব সমীকরণের যোগফল বাংলাদেশ ম্যাচের আগে নিউজিল্যান্ডের টেনশন বাড়াচ্ছে বেশ।

আর বাংলাদেশ দলকে নিয়ে ব্রেন্ডন ম্যাককালাম যে মন্তব্য করেছিলেন সেটাও এখন ৫ জুনের ম্যাচে যেন ঘৃতাঅগ্নি দিয়েছে! সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম বলেছিলেন-‘এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটির বেশি ম্যাচ জিততে পারবে না। হারাবে তারা শুধু শ্রীলঙ্কাকে।’

বাংলাদেশের কাছে ২১ রানে দক্ষিণ আফ্রিকার হারের পর ম্যাককালাম অবশ্য বলেছেন-‘এই জয়ে বাংলাদেশকে অভিনন্দন। আমার সব ভবিষৎবানিই যে সঠিক হবে সেটা ভাবার কোনো কারণ নেই।’

ম্যাককালাম ভুলে গেছেন বাংলাদেশের কাছে তার নিউজিল্যান্ড একবার নয়, দু’বার হোয়াইট ওয়াশ হয়েছে। একবার ৪-০, আরেকবার ৩-০। এই বিশ্বকাপে তাহলে আরেকবার হিসেবটা এমন হোক-বাংলাদেশ ১: নিউজিল্যান্ড ০!

এ সম্পর্কিত আরও খবর