টেস্ট ও টি-টুয়েন্টি খেলতে এ বছরই ভারত যাবেন সাকিবরা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 17:41:57

অবশেষে ভারতের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্টে পথচলা শুরু টাইগারদের। এরপর থেকে মাত্র একবার প্রতিবেশী দেশে একটি মাত্র টেস্ট খেলার সুযোগ এসেছিল। কিন্তু এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল।

আগামী নভেম্বরে শুরু হবে মাঠের লড়াই। সোমবার সিরিজের সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে দেখা যাচ্ছে সফরে স্বাগতিকদের সঙ্গে টাইগাররা খেলবে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ।

শুরুতেই ভারতের সঙ্গে সাকিব আল হাসানদের টি-টুয়েন্টি লড়াই। যা অনুষ্ঠিত হবে ৩, ৭ ও ১০ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্টিত হবে ইন্দোর ও কলকাতায়।

বাংলাদেশের বিপক্ষে অবশ্য ওয়ানডে সিরিজ নেই ভারতের। আইসিসির নতুন প্রকাশিত এফটিপি কারণেই এমনটা হচ্ছে। এখন তিন ফরম্যাটের সফরসূচি কমই রাখা হয়েছে। ওয়ানডের সঙ্গে টেস্ট কিংবা টেস্টের সঙ্গে টি-টুয়েন্টি অথবা টি-টুয়েন্টির সঙ্গে দেখা যাবে ওয়ানডে সিরিজ!

বাংলাদেশে দলের ভারত সফরের সূচি

টি-টুয়েন্টি সিরিজ-

৩ নভেম্বর- প্রথম টি-টুয়েন্টি- দিল্লী
৭ নভেম্বর- দ্বিতীয় টি-টুয়েন্টি- রাজকোট
১০ নভেম্বর- তৃতীয় টি-টুয়েন্টি- নাগপুর

টেস্ট সিরিজ-

১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইন্দোর
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট- কলকাতা

এ সম্পর্কিত আরও খবর