টিভি পর্দায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের রোমাঞ্চ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 17:14:01

আজ বুধবার টেলিভিশনের পর্দা থেকে ক্রিকেটপ্রেমীদের চোখ ফেরানো দায়। ভাবছেন কেন? ঈদের ছুটির আনন্দটা বাড়িয়ে দিতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ যে অনুষ্ঠিত হবে এ দিন। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফুরফুরে মেজাজে এখন টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসের তুঙ্গে মাশরাফি বিন মর্তুজার দল।। বুধবার ওভালে টাইগার-কিউইদের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

একই দিন বিশ্বকাপে ম্যাচ আছে আরো একটি। বিশ্বকাপের নয় দল অন্তত একটি করে ম্যাচ খেলে ফেললেও ভারত এখনো মাঠে নামেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের লড়াই শুরু বিকেল সাড়ে তিনটায়। এবারের ক্রিকেট মহাযজ্ঞে বিরাট কোহলিদের এটাই প্রথম ম্যাচ।

এদিন টেলিভিশনের পর্দায় দেখা যাবে ফ্রেঞ্চ ওপেনও। বিকেল থেকেই বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম আসর রোলা গ্যাঁরোর ম্যাচ উপভোগ করতে পারবেন ছোট পর্দায়।

চলুন তাহলে দেখে নেই টেলিভিশনের পর্দায় বুধবার কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ
বাংলাদেশ-নিউজিল্যান্ড
সরাসরি সন্ধ্যা সাড়ে ৬টা

বিটিভি, জিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস থ্রি

ভারত-দক্ষিণ আফ্রিকা
সরাসরি বিকেল সাড়ে ৩টা

স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস টু ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

টেনিস
ফ্রেঞ্চ ওপেন
সরাসরি বেলা ৩টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১/২

এ সম্পর্কিত আরও খবর