সাকিবের ২০০ তম ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ওভাল স্টেডিয়াম, লন্ডন থেকে | 2023-08-31 18:42:33

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে টসে জিতে বেছে নিয়েছে নিউজিল্যান্ড। আগের ম্যাচের জয়ী দল নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ এই ম্যাচেও। সহ-অধিনায়ক সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে আজ তার ২০০তম ম্যাচ খেলছেন। মুশফিক রহিম ও মাশরাফি বিন মর্তুজার পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটের ‘টু হান্ড্রেড ক্লাব’ এর সদস্য হলেন।

এবারের বিশ্বকাপ নিউজিল্যান্ড ও বাংলাদেশ উভয় দল জয় দিয়ে শুরু করেছে। নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ১০ উইকেটে। বাংলাদেশ ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। এই ম্যাচের আগ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১০টি ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ড জিতেছে ২৪ ম্যাচ।

বিশ্বকাপের মাঠে অবশ্য প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে পেছনের চারটি ম্যাচের সবকটিই জিতেছে নিউজিল্যান্ড। তবে নিরপেক্ষ ভেন্যুতে পেছনের দুই মোকাবেলার দুটোতেই জয়ী বাংলাদেশ। ২০১৭ সালে আয়ারল্যান্ডে তিনজাতি ক্রিকেট এবং সেই বছরই জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিলো বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম, সৌম্য, সাকিব, মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি, সাইফুদ্দিন ও মুস্তাফিজ।

এ সম্পর্কিত আরও খবর