মুশফিককে ভিলেন ভাবতে রাজি নন মাশরাফি

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ওভাল স্টেডিয়াম, লন্ডন থেকে | 2023-08-23 16:17:39

ম্যাচ হারের জন্য বেশি দূরের ব্যাখ্যায় গেলেন না মাশরাফি বিন মতুর্জা। জানালেন- ‘ভুল যা হওয়ার তা ব্যাটিংয়েই হয়েছে। আমরা যদি আরো ৩০/৩৫ রান করতে পারতাম তাহলে আজ এই ম্যাচে অন্য কিছু হতে পারতো। আমরা ব্যাটিংয়ে বড় ভুল করে এসেছি। উইকেটে সেট হওয়ার পর সব ব্যাটসম্যান আউট হয়েছেন। সাকিব ছাড়া কেউ ইনিংস বড় করতে পারেনি। এই কারণে আমরা আটকে গেছি ২৪৪ রানে। যদি এই স্কোরটা আরেকটু বাড়ানো যেতো...!’

আফসোস লুকানোর কোনো চেষ্টা করেননি মাশরাফি।

ম্যাচের টার্নিং পয়েন্ট প্রসঙ্গে অধিনায়ক জানান- ‘আমার তো মনে হয় মুশফিকুর রহিমের রান আউটই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। মুশফিক ও সাকিব যেভাবে খেলছিলো তাতে তাদের জুটিটা আরেকটু লম্বা হলেই আমরা এই ম্যাচে আরো বড় স্কোর গড়ার ভালো একটা সুযোগ পেতাম।’

২৪৪ রানের মাঝারি মানের পুঁজি নিয়েই এই ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ যে লড়াকু এবং মরিয়া মনোভাব দেখিয়েছে সেটাকেই এই ম্যাচের বড় অর্জন মানছেন অধিনায়ক- ‘আমরা আগেই নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, স্কোর আমরা যাই করি না কেন- সেটা রক্ষা করার জন্য ঝাপাবো অবশ্যই। আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি। আমার খেলোয়াড়রা পুরোটা সময়জুড়ে ম্যাচে জেতার যে চেষ্টা এবং মনোভাব দেখিয়ে ঝাপিয়েছে, সেটা আমাদের জন্য অনেক কিছু।’

অধিনায়ক প্রতিশ্রুতি দিচ্ছেন সামনের ম্যাচেও বাংলাদেশ এমন দৃঢ়তাই দেখাবে।

ম্যাচ হারের জন্য কোনো একজনের ঘাড়ে দায় চাপানোর পক্ষে নন মাশরাফি। মুশফিকুর রহিম উইকেটের পেছনে থেকে কেন উইলিয়ামসনের রানআউটের যে সুযোগটা নষ্ট করেছেন তাতে ম্যাচ শেষ হওয়ার আগেই অনেকে মুশফিককে ভিলেন বানিয়ে ফেলেছেন। তবে মাশরাফি বলছেন- কাউকে ভিলেন বানানোর প্রয়োজন নেই। ফিল্ডিংয়ে যে কারো ভুল হতে পারে। আবার সেই সঙ্গে মনে রাখতে হবে- যে কেউ ভালো একটা ক্যাচও ধরতে পারে। এই ম্যাচে রান আউটের সেই সুযোগটা মুশফিক মিস করেছে। কিন্তু আরো দুটো ক্যাচ তো সুন্দর ধরেছে। সেই ক্যাচ দুটোও তো আমাদের ম্যাচে ফিরিয়ে আনে।’

২ উইকেটে হারা ম্যাচের সার্বিক বিশ্লেষণে অধিনায়ক বললেন- ‘আমরা ম্যাচটা জিততে পারিনি সেটা সত্য, তবে খুব খারাপ খেলেছি এটা বলবো না।’

এ সম্পর্কিত আরও খবর