সাকিব এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করছে : মাশরাফি

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ওভাল স্টেডিয়াম, লন্ডন থেকে | 2023-08-18 07:48:08

পুরো দলের মধ্যে তাকে আলাদা করে চেনা যাচ্ছে। নিজের পারফরমেন্স দিয়েই তিনি চেনাচ্ছেন নিজেকে। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৮৪ বলে ৭৫ রান। সঙ্গে ১০ ওভারে ৫০ রান খরচায় ১ উইকেট। হলেন ম্যাচ সেরা।

দুদিন পরে একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ঝলমলে ৬৪ রানের সঙ্গে ১০ ওভারে ৪৭ রানে ২ উইকেট। দুই ম্যাচে দুটি হাফসেঞ্চুরি। বল হাতেও সাফল্য। চলতি বিশ্বকাপের সেরা অলরাউন্ড পারফরমেন্স সাকিব আল হাসানের।

অথচ এই ক্রিকেটারকে নিয়েই বিশ্বকাপ শুরুর আগে সেকি হৈচৈ! দেশের মাটিতে দলের বিশ্বকাপ অনুশীলনে একদিনও অংশ নিতে পারেননি। বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশন পর্যন্ত মিস করেছেন। তবে ‘আসল জায়গায়’ ঠিকই বুঝিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান তার কার্যকারিতা!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ তিনশ ছাড়ানো বড়ো স্কোর গড়তে পেরেছিলো কারণ সেই ম্যাচে ব্যাটিংয়ে সম্মিলিত একটা সহায়তা ছিলো বাকি ব্যাটসম্যানদেরও। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ে সাকিবকে সেই সহায়তা যে দিতে পারলেন না দলের বাকি ব্যাটসম্যানরা!

২  হারা ম্যাচের বিশ্লেষণে সেই আক্ষেপও স্পষ্ঠ অধিনায়ক মাশরাফির গলায়-‘এই মূর্হূতে সাকিব টিমের জন্য এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করছে। মাঠে তাকে সহায়তা করার জন্য আমাদের আরো কয়েকজনের কার্যকারিতার প্রয়োজন ছিলো। যা আমরা নিউজিল্যান্ড ম্যাচে করতে পারিনি। ম্যাচে একরকম হেল্পিং হ্যান্ড (পারফর্মার) বাড়লো হয়তো সুযোগ হবে।’

তবে নিউজিল্যান্ড ম্যাচে হারের জন্য কাউকে সুনির্দিষ্টভাবে দোষ দিচ্ছেন না অধিনায়ক-‘সবাই চেষ্টা করেছে। কারো চেষ্টা সফল হয়েছে। কারো হয়নি। জানা কথা যে ম্যাচ হারলে দলের অনেক খুঁত বের হয়। এই ম্যাচ থেকেও সম্ভবত তাই হবে। তবে আমার মনে হয় ২ উইকেটে হারা এই ম্যাচ থেকে আমরা দল হিসেবে ইতিবাচক অনেককিছুও পেয়েছি। ২৪৪ রান করেও এই উইকেটে লড়াই করাটা এতো সহজ কাজও না। তাও আবার নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।’

নিউজিল্যান্ডের কাছে হারা ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ, তবে যা পেয়েছে তার নাম লড়াইয়ের স্পিরিট। হারার আগেই হেরে না বসার জেদ। যে কোনো পরিস্থিতিতেও ম্যাচে জেতার জোস বজায় রাখা। এই ম্যাচে লড়াইয়ের তেজ দেখালেও বাংলাদেশ যার দেখা পায়নি তার নাম-ভাগ্য!

দুই থেকে তিনটা ক্লোজ রানআউটের সুযোগ নষ্ট হয়েছে। অল্পের জন্য একটা এলবিডব্লু থেকে বঞ্চিত হয়েছে দল। মাশরাফি সেই কথাও বললেন-‘ম্যাচ জিততে হলে অবশ্যই ভাগ্যের সহায়তাও কিছুটা লাগে। এই ম্যাচে সেটাও আমরা পাইনি। সামনে এখনো অনেক ম্যাচ বাকি আছে। ভালো খেলতে হবে এবং ভাগ্যের সহায়তাও  পেতে হবে।’

এমন মাঝারি মানের স্কোর গড়েও জেতা সম্ভব, যদি ম্যাচে আসা বাকি সব সুযোগকে কাজে লাগানো যায়-নিউজিল্যান্ড ম্যাচ থেকে সেই শিক্ষা নিয়েই কার্ডিফে গেলো বাংলাদেশ দল। ৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে প্রতিপক্ষ এবার ইংল্যান্ড।

এ সম্পর্কিত আরও খবর