রুবেল একাদশে ফিরলে বাদ কে, মিরাজ না মোসাদ্দেক?

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, সোফিয়া গার্ডেন, কার্ডিফ থেকে | 2023-08-18 07:24:40

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচের আগে সাংবাদিকদের একটা কাজ বেশ সহজ করে দেয়-একাদশ তারা জানিয়ে দেয় ২৪ ঘন্টা আগে। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান যেমন জানিয়ে দিলেন-‘বৃষ্টির যা মতিগতি তাতে আমরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একজন বাড়তি পেসার একাদশে রাখার পরিকল্পনা করছি।’

-বাংলাদেশ দলে কি কোনো বদল আসছে?

অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা সবাইকে টসের আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে বললেন-‘আমরা এখনো মাঠই তো দেখতে পারলাম না। বৃষ্টি হচ্ছে। ওপেন ফিল্ডে তো অনুশীলন করতেই পারলাম না। তাছাড়া এখনো আমাদের টিম মিটিং হয়নি। তাই আগাম কিছু বলতে পারছি না।’

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ খেলেছে একই একাদশ নিয়ে। তবে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদল প্রসঙ্গে ব্যাখায় অধিনায়ক বললেন-‘কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমি একটা জিনিষ মানি যে দলে খুব বেশি বদল করলে কোনো লাভ হয় না। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে যদি দলে বদল হতেও পারে।’

বৃষ্টিস্নাত উইকেট। মেঘলা আকাশ। খোলা প্রান্তরের স্টেডিয়াম। হিম হিম ঠান্ডা বাতাস। এই চার অনুষঙ্গ জানাচ্ছে কার্ডিফের সোফিয়া গার্ডেন পুরোদুস্তর পেস বোলারদের উপযোগী পরিবেশ নিয়ে প্রস্তুত।

ইংল্যান্ড বোলিং আক্রমণে বাড়তি পেসার রাখছে। বাংলাদেশও কি অমন কিছু ভাবছে। রুবেল হোসেন কি ফিরছেন একাদশে?

মাশরাফি এই প্রশ্নের সঠিক উত্তরের জন্যও অপেক্ষায় রাখলেন-‘আমরা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। তবে সেই সঙ্গে মনে রাখতে হবে আমাদের শক্তিটা কোথায়, আর ইংল্যান্ডের দূর্বলতা কিসে?’

পরিবেশ-পরিস্থিতি, পেছনের রেকর্ড এবং ক্রিকেটীয় কন্ডিশন জানাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলে অন্তত একটা পরিবর্তন আবশ্যিক। একাদশে ফিরছেন পেসার রুবেল হোসেন। গেলো বিশ্বকাপে যিনি বল হাতে গুটিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং লেজকে।

প্রশ্ন হলো রুবেল হোসেন একাদশে ফিরলে দলের বাইরে যাবেন কে?

উপায় আপাতত দুটো। হয় বাদ যাবেন মোসাদ্দেক হোসেন সৈকত নয়তো স্পিনার মেহেদি হাসান মিরাজ। সেই সিদ্ধান্ত নিলেও ঝুঁকি থাকছে। পেছনের দুই ম্যাচে মেহেদি হাসান মিরাজ বোলিংয়ে যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে তাকে একাদশে না রাখার যুক্তিটা বড্ডো নড়বড়ে। আর মোসাদ্দেক হোসেনকে দলের বাইরে রাখলে ব্যাটিং শক্তি যে কমে যাবে!

মাশরাফি উত্তর দিলেন না। শুধু হালকা ভাবে কাঁধ ঝাঁকালেন!

উত্তরটা ওখানেই!

এ সম্পর্কিত আরও খবর