স্পেনের দুর্দান্ত জয়, রামোসের নতুন ইতিহাস

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 04:22:09

আন্তর্জাতিক ফুটবলে নতুন এক মাইলফলক গড়েছেন সার্জিও রামোস। অনন্য এক বিশ্বরেকর্ডে ছাড়িয়ে গেছেন সতীর্থ ইকার ক্যাসিয়াসকে। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে সর্বাধিক ১২২ জয়ের মালিক এখন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

শুক্রবার রাতে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ফ্যারো আইল্যান্ডসকে ৪-১ গোলে রীতি মতো উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। প্রিয় জন্মভূমির এ জয়ের ম্যাচেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন স্পেনের রক্ষণভাগের এ তারকা ফুটবলার।

ফ্যারো আইল্যান্ডসের তরসভোলার স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই লা রোজাকে এগিয়ে দেন রামোস। এ গোলের সুবাদেই ক্যাসিয়াসের রেকর্ডটা ভেঙে ফেলেন তিনি। দেশের জার্সি গায়ে গত ছয় ম্যাচে এটি তার পঞ্চম গোল। পরে গোল ব্যবধান দ্বিগুণ করেন জেসুস নাভাস। মুহূর্তেই চমক দেখিয়ে দেয় প্রতিপক্ষ। একটি গোল শোধ করেন কিয়েমিন্ত ওলসেন। তবে তেইতুর গেস্তসনের আত্মঘাতি গোল তাদের হারের জ্বালাটা একটু বাড়িয়ে দিয়েছে বটে।

তিন বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের স্বাচ্ছন্দ্যের জয়ে দ্বিতীয়ার্থে আরো একটি গোল যোগ করেন হোসে গায়া।

দাপটে এ জয় রামোসের জন্য বিশেষ মাহাত্ম্য বহন করছে। দেশের হয়ে রেকর্ড ১২২ আন্তর্জাতিক ম্যাচ জয়ের নতুন ইতিহাস লিখলেন তিনি। অবসরে যাওয়া গোলবারের অতন্দ্র প্রহরী ক্যাসিয়াসের (১২১ জয়) চেয়ে একটি জয় বেশি। স্পেনের হয়ে সর্বাধিক ম্যাচ জয়ের তালিকায় তাদের পরেই রয়েছেন জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তা।

এখানেই থামছে না রামোসের রেকর্ড ভাঙার রোমাঞ্চকর অভিযাত্রা। স্পেনের সর্বকালের সর্বাধিক ম্যাচ খেলার ক্যাসিয়াসের রেকর্ড ভাঙতে ৩৩ বছরের এ স্টার ফুটবলার প্রয়োজন মাত্র চার ম্যাচ। রামোস ইতিমধ্যে জাতীয় দলের হয়ে ১৬৪ ম্যাচ খেলে ফেলেছেন। ক্যাসিয়াস (১৬৭ ম্যাচ) থেকে মাত্র তিন ম্যাচ পিছিয়ে রয়েছেন তিনি।

বাছাই পর্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে স্পেন। নরওয়ে ও মাল্টার তারা ধরাশায়ী করেছে ফ্যারো আইল্যান্ডসকে। তিন ম্যাচে তিন জয়ে ‘এফ’ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে তারা। ১০ জুন সান্টিয়াগো বার্নাব্যুতে সোমবার রাতে স্পেন ফের মাঠের লড়াইয়ে নামবে সুইডেনের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর