বোলিংয়ে বাংলাদেশ, একাদশে কোনো বদল নেই

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, সোফিয়া গার্ডেন, কার্ডিফ থেকে | 2023-08-30 09:14:22

কার্ডিফে বাংলাদেশ টসে জিতে বোলিং বেছে নিয়েছে। উইকেটে সবুজ ঘাস এবং আগের রাতের বৃষ্টি ও কার্ডিফের সতেজ বাতাসের কারণে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

একাদশে কোনো বদল আনেনি বাংলাদেশ। উইকেটে সবুজ ঘাসের আস্তরণ থাকা সত্ত্বেও বাড়তি পেসার খেলাচ্ছে না দল। তবে ইংল্যান্ড ঠিকই একাদশে বাড়তি পেসার হিসেবে নিয়েছে লিয়াম প্লাঙ্কেটকে। স্পিনার মঈন আলী এই ম্যাচে দ্বাদশ ব্যক্তি।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই পয়েন্ট তালিকায় সমান অবস্থানে। উভয় দল একটি করে ম্যাচ জিতেছে। একটি হেরেছে। ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ একই মাঠে ২ জুন হারায় দক্ষিণ আফ্রিকাকে। পরের ম্যাচে বাংলাদেশ হারে নিউজিল্যান্ডের কাছে। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচে হার মানে পাকিস্তানের কাছে।

বৃষ্টি নিয়ে যে আশঙ্কা ছিলো তা কেটে গেছে। সকাল থেকেই কার্ডিফের আকাশে ঝলমলো রোদ। আগের দিন সকাল-দুপুর যে বৃষ্টিতে ভেসে গিয়েছিলো তার কোনো চিহ্নই চোখে পড়লো না। কড়া রোদ, সঙ্গে নির্মল বাতাস-পুরোদুস্তর ক্রিকেটীয় পরিবেশ।

কার্ডিফে এখন পর্যন্ত বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে দুটিতেই জিতেছে। তৃতীয় জয়ের অপেক্ষায় বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: তামিম, সৌম্য, সাকিব, মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি, সাইফুদ্দিন ও মুস্তাফিজ।

এ সম্পর্কিত আরও খবর