জার্মানি-ইতালির জয়ের রাতে ফ্রান্সের হার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 14:25:35

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে জয়রথ চালিয়ে যাচ্ছে জার্মানি। কোচ জোয়াকিম লোর শিষ্যরা ২-০ গোলে অনায়াসে হারিয়েছে বেলারুশকে। জার্মানদের পথে হেঁটে চলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। গ্রীসকে ৩-০ গোলে হারিয়েছে আজ্জুরি শিবির। তবে শনিবার রাতে জয়ের ট্র্যাক থেকে ছিটকে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

বোরিসোভ এরিনায় এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি জার্মানি। বেলারুশের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোলের দেখা পায় অতিথিরা। জার্মান শিবিরের নীরবতা ভাঙেন ম্যানসিটি ফরওয়ার্ড লেরয় স্যান। বিরতির পর ৬২ মিনিটে জার্মানদের আনন্দটা দ্বিগুণ করে দেন ডর্টমুন্ড স্টার মার্কো রেউস। সি গ্রুপের আরেক ম্যাচে নর্দান আয়ারল্যান্ড ২-১ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে।

এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপে ইতালি তিন গোলই পায় প্রথমার্ধে। গ্রীসের গোলরক্ষককে বোকা বানিয়ে একে একে জালে বল জড়ান মিডফিল্ডার নিকোলো বারেলা, ফরোয়ার্ড লোরেনজো ইনসিগনে ও রক্ষণভাগ তারকা লিওনার্দো বনুচ্চি। গ্রুপের আরেক ম্যাচে আর্মেনিয়া ৩-০ গোলে লিখটেনস্টাইনকে আর ফিনল্যান্ড ২-০ গোলে হারায় বসনিয়া হার্জেগোভিনাকে।

তুরস্ক সফরে গিয়ে হারের তেতো স্বাদ হজম করে ঘরে ফিরেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে, অ্যান্তোনিও গ্রিজম্যান, পল পোগবা ও অলিভার জিরুদ কেউ গোল করতে পারেননি। তাই ২-০ গোলে হার মেনে নেয় ফরাসিরা। আর বেলজিয়াম নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।

ইউরো বাছাই ফুটবলে এইচ গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ড ১-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে। মলডোভাও ঠিক একই ব্যবধানে হারায় অ্যান্ডোরাকে।

এ সম্পর্কিত আরও খবর