ডাচদের হারিয়ে নেশন্স লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 15:54:16

ইউরোপিয়ান ফুটবলে নিজেদের সাম্রাজ্যটা একটু একটু করে বাড়িয়ে চলেছে পর্তুগাল। ২০১৬ সালে ঘরে তুলেছিল প্রথম ইউরোপিয়ান চ্যাস্পিয়নশিপ। ঠিক তিন বছর পর ফের সাফল্য ধরা দিল ক্রিশ্চিয়ানো রোনালদোদের হাতে। রোববার নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে পর্তুগিজরা শিরোপার রূপালি হাসি হাসল উয়েফা নেশন্স লিগের উদ্বোধনী আসরে।

ব্যবধানটা তিন বছরের। ২০১৬ সালে নিজেদের ফুটবল ইতিহাসে পর্তুগাল প্রথম ইউরো ট্রফি জিতে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে। এবার তারা দ্বিতীয় মেজর ট্রফি জিতল দেশের মাটিতেই।

পর্তুগালের ফাইনাল ভাগ্যটা দারুণই বলতে হবে। তিন বছরের ব্যবধানে দুটি ফাইনাল খেলে দুটিতেই চ্যাম্পিয়ন তকমা ছিনিয়ে নিল তারা। দ্বিতীয়ার্ধে গনজালো গুয়েদেসের এক মাত্র জয়সূচক গোলে পর্তুগিজ ফুটবলে উৎসবের বন্যা বইয়ে যায়। সামান্য ব্যবধানের ফাইনাল জয়কে কোচ ফার্নান্দো সান্তোস দেখছেন দলগত ভাবে তাদের ঐক্যের প্রমাণ হিসেবে।

ইউরোপিয়ান আসরে সাফল্যের রঙে রাঙানো রোমাঞ্চকর ফাইনাল শেষে ফুটবল গুরু সান্তোস বলেন, ‘গত পাঁচ বছরে আমরা প্রায় অবিনশ্বর এক পরিবারে পরিণত হয়েছি। আমরা জানি আমরা কী করার সামর্থ্য রাখি। আমরা জানতাম, আমরা ম্যাচটি জিততে পারব।’

রোববার রাতে পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওতে দুরন্ত এ বিজয় এসেছে গুয়েদেসের হাত ধরে। বার্নার্ডো সিলভার বুদ্ধিদীপ্ত কাট ব্যাক পেয়ে বক্সের কোনা থেকে ডাচদের স্বপ্ন ভেঙে স্বাগতিক শিবিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এনে দেন ম্যাচের নায়ক ভ্যালেন্সিয়ার এ উইঙ্গার। এমন হারে সতীর্থদের চেয়ে ডাচ গোলবারের অতদ্র প্রহরী জাসপার সিলেসেন একটু বেশিই হতাশ হবেন। কেননা গুয়েদেসের শট যে তিনি রুখতে পারেননি।

ম্যাচের বয়স যখন এক ঘন্টা পূর্ণ। তখনই গোল হজম করে বসে অতিথি দলটি। কিন্তু তারপরও কমলা শিবির ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। কিন্তু মেমফিস ডিপের ক্ষিপ্রগতির হেড ভালো ভাবেই রুখে দেন উলভস নাম্বার ওয়ান রুই প্যাট্রিসিও। আর সুযোগ নষ্ট করেন মিডলসবরোর সাবেক মিডফিল্ডার মার্টের ডি রুন।

অন্যদিকে ইংল্যান্ড ইউরোপের নতুন এ টুর্নামেন্ট শেষ করেছে তৃতীয় হয়ে। গুইমারায়েসে সুইজারল্যান্ডের বিপক্ষে তারা জিতেছে পেনাল্টিতে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকা ম্যাচে ইংলিশরা পেনাল্টি শ্যূট আউটে জেতে ৬-৫ ব্যবধানে।

এ সম্পর্কিত আরও খবর