সম্মান নয়, পয়েন্ট চান মাশরাফি!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ব্রিস্টল, লন্ডন থেকে | 2023-08-26 02:44:25

ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর বাংলাদেশ চলতি বিশ্বকাপে নতুন একটা নাম পায়-বিপদজনক দল!

নিজেদের দিনে এই দল হারিয়ে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। বিশ্বকাপের ফেভারিটের তালিকা কেউ রাখেনি বাংলাদেশকে। কিন্তু যে কায়দায় দক্ষিণ আফ্রিকাকে সেই ম্যাচে হারায় বাংলাদেশ, দলের সেই সাহসী ক্রিকেট প্রশংসিত হয়। বিশ্বকাপের বাকি দল গুলো বাংলাদেশকে নিয়ে নড়ে চড়ে বসে। হিসেব কষে বাড়তি সতর্কতা নিয়ে, সন্মান দেখিয়ে।

তবে পরের দুই ম্যাচে হারের পর বাংলাদেশ কি সেই সন্মান আর ধরে রাখতে পারবে? অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাফ জানিয়ে দিলেন-‘ দেখুন কে সন্মান করলো, আর কে করলো না। এসব বিষয় নিয়ে আমরা মোটেও মাথা ঘামাচ্ছি না। কোন মানুষ কি ভাবলো? বা কে কোথায় আমাদের নিয়ে কি কথা বললো, আলোচনা গরম করলো-ওসব কিছু আমরা গোনায়ও ধরছি না। আমরা জানি এই বিশ্বকাপে আমাদের একটাই কাজ ভালো ক্রিকেট খেলা। নিজেদের খেলার ধার বাড়ানো। নিজেদের খেলা ও পারফরমেন্স নিয়েই আমাদের সব চিন্তাভাবনা। অন্য কিছুতে মন দেয়ার সময় নেই। কারো কাছ থেকে শ্রদ্ধা-সন্মান পাওয়ার বিষয়টা আমাদের ২২ গজের লড়াই জিতিয়ে দেবে না। মাঠে কেমন ক্রিকেট খেলছি আমরা সেটার ওপরই পারফরমেন্স নির্ভর করছে। দলের জয় এবং দুই পয়েন্ট অর্জনটাই এখন কারো কাছ থেকে সন্মান বা শ্রদ্ধা পাওয়ার চেয়ে বেশি প্রয়োজন আমাদের।’

মাশরাফি ভালই জানেন একটা ম্যাচে জয় যেমন তার দলকে সেমিফাইনালে তুলে দেবে না। আবার টানা দুই ম্যাচের হারও তাদের সম্ভাবনা শেষ করে দিচ্ছে না। এখনো সামনে পথ অনেক বড়। এখনো সম্ভাবনার দিগন্ত অনেক সবুজ। শুধু পুরো দলের নিজের সেরা খেলাটা হবে। সেই প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে অধিনায়ক।

এই প্রসঙ্গে মাশরাফি জানান-‘এই বিশ্বকাপের ১০ অধিনায়কের সবাই সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়েই খেলতে এসেছেন। তবে এশিয়া থেকে আসা দলগুলোর মধ্যে ভারত ছাড়া বাকি সবাই জানে এই কন্ডিশনে খেলে সেমিফাইনালে যাওয়া খুবই কঠিন কাজ। আমাদের কথাই বলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর আমরা যদি নিউজিল্যান্ড বা ইংল্যান্ড এই দুই ম্যাচের একটা জিততাম, তাহলে অবশ্যই আমাদের জন্য সেমিফাইনালের সমীকরণটা সহজ হতো। কিন্তু এখন বেশ কঠিন হয়ে গেছে ব্যাপারটা। তবে আমি আবারো বলছি-সেমিফাইনাল এখন কঠিন পথ হলেও সম্ভব। খুবই সম্ভব। আমাদের আগে জয়ের ধারায় ফিরতে হবে। তারপর সামনের দিকে তাকাতে হবে।’

জয়ের ধারায় ফেরার সেই মিশন শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর