তিন বিশ্ব চ্যাম্পিয়নের জয়ের রাত

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 04:47:59

ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ একটা রাত কাটল ফেভারিটদের। জয় তুলে নিয়েছে তিন বিশ্ব চ্যাম্পিয়ন দল। এস্তোনিয়াকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। অ্যান্ডোরার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ফ্রান্স। তবে বসনিয়া-হার্জেগোভিনাকে হারাতে বেশ বেগ পেতে (২-১) হয় ইতালির। টানা চতুর্থ জয় তুলে নিয়েছে আজ্জুরিরা।

জার্মানরা রীতিমতো হেসে খেলেই মঙ্গলবার রাতে তুলে নিয়েছে জয়। এস্তোনিয়াকে পাত্তাই দেয়নি ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাইন্সের ওপেল অ্যারেনায় ‘সি’ গ্রুপের ম্যাচে শুরুতেই প্রতিপক্ষকে কাবু করে ফেলে জার্মানরা।

খেলার দশম মিনিটে গোল উৎসবের সূচনা করেন মার্কো রয়েস। ১৭তম মিনিটে সের্গে জিনাব্রির গোল। তার ৫ মিনিটে পর লেয়ন গোরেটস্কা নিশানা খুঁজে নিলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। এক মিনিট পরই ইলকাই গিনদোয়ান স্পট কিক থেকে ফের ব্যবধান বাড়ীয়ে দেন। প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন রয়েস।

৬২তম মিনিটে জিনাব্রির। তারপর গোল উৎসবে সামিল হন টিমো ভেরনার ও লেরয় সানে।

এই গ্রুপের বাছাইয়ের আরেক ম্যাচে বেলারুশের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও অনায়াসে তুলে নেয় জয়। ইউরো বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে অ্যান্ডোরার মাঠে খেলতে নেমে শুরু থেকেই দাপট ছিল তাদের। একাদশ মিনিটে কিলিয়ান এমবাপে এগিয়ে দেন দলকে। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ বেন ইয়েদে। তারপর ফ্লোরিয়ান থাউভিন ও জুমার গোল। এই গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ড ২-১ গোলে হারায় তুরস্ককে। ২-০ গোলে মলডোভাকে হারায় আলবেনিয়া।

নিজেদের মাঠে অবশ্য অনায়াসে জিততে পারেনি ইতালি। জুভেন্টাস স্টেডিয়ামে ৩২তম মিনিটে পিছিয়ে পড়েছিল ২০০৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। তারপর লরেঞ্জো ইনসিনিয়ের গোলে সমতায় ফেরে তারা। ৮৬তম মিনিটে মার্কো ভেরাত্তির স্বস্তি এনে দেন আজ্জুরি শিবিরে।

‘জে’ গ্রুপের আরেক ম্যাচে ফিনল্যান্ড ২-০ গোলে হারায় লিখটেনস্টাইনকে। আবার ৩-২ গোলে গ্রিসকে হারিয়েছে আর্মেনিয়া।

ইউরো বাছাইয়ে ‘আই’ গ্রুপে টানা চার নম্বর ম্যাচ জিতল বেলজিয়াম। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় দলটি। রোমেলু লুকাকু করেন জোড়া গোলে। অন্য গোলটি কেভিন ডি ব্রুইনের।

এ সম্পর্কিত আরও খবর