ওয়ার্নারের সেঞ্চুরি, পাকিস্তানকে ৩০৮ রানের চ্যালেঞ্জ অজিদের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-27 22:28:38

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার কথা ছিল অ্যারন ফিঞ্চের। শুরু থেকে অধিনায়কোচিত ব্যাটিং পারফরম্যান্সে দিয়ে সেই ইঙ্গিতটাই দিচ্ছিলেন তিনি। কিন্তু ফিঞ্চ (৮২) শতক পূর্ণ করতে না পারলেও পেরেছেন তার সতীর্থ! সাজঘরে ফেরার আগে তার ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নার (১০৭) ঠিকই পেয়েছেন সেঞ্চুরির দেখা।

তারই পথ ধরে পাকিস্তানের বিপক্ষে ৪৯ ওভারে অস্ট্রেলিয়া অলআউট হয়ে তুলেছে ৩০৭ রান। বিশ্বকাপের এই ম্যাচে জিততে সরফরাজ আহমেদদের চাই ৩০৮!

বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা শেষে ফিরে স্বপ্নের ক্রিকেট খেলছেন ওয়ার্নার। শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে অপরাজিত ৮৯ রান। ভারতের বিপক্ষেও তুলে নিয়েছিলেন হাফসেঞ্চুরি। এবার শতরানে থামলেন তিনি।

১১ চার আর এক ছক্কায় অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নারের ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি এটি। বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন তিনি।

ফিঞ্চ ও ওয়ার্নারের ব্যাটিং বড় সংগ্রহের পথেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ফিনিশিংটা ভাল হয়নি তাদের। ফিঞ্চ ও ওয়ার্নারের ব্যাটিং বড় সগ্রহের পথেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ফিনিশিংটা ভাল হয়নি তাদের। আরেকটু সরাসরি বলা যায় মোহাম্মদ আমিরের পেসেই শেষটা ভাল হয়নি অজিদের।

অথচ ওয়ার্নারের সঙ্গে ১৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন অধিনায়ক ফিঞ্চ। তিনি ফেরেন ৮৪ বলে ৮২ রানে। আর ওয়ার্নার ১১১ বলে ১১ চার ও এক ছক্কায় ১০৭ রান। কিন্তু অন্যরা ফ্লপ!

আমির তার বোলিং তোপে ১০ ওভারে ৩০ রানে নেন ৫ উইকেট। ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেট পেয়েছেন পাকিস্তানের এই পেসার।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বাদ পড়ার ভয়ে ছিলেন নাথান কোল্টার-নাইল নিজেই। কোচ জাস্টিন ল্যাঙ্গারও আভাস দিয়েছিলেন তেমন। কিন্তু তারপরও মাঠের লড়াইয়ে আছেন এ তারকা পেসার।

বল হাতে এখনো পর্যন্ত এক উইকেট পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯২ রানের মার দাঙ্গা ব্যাটিং স্কোরের জন্য দলে রয়ে গেছেন কোল্টার-নাইল। জেসন বেহরেনডোর্ফের কথা উঠলেও অজি একাদশে নেই তিনি। একইসঙ্গে নেই অ্যাডাম জাম্পা ও নাথান লায়ন।

সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৭/১০ (ফিঞ্চ ৮২, ওয়ার্নার ১০৭, স্মিথ ১০, ম্যাক্সওয়েল ২০, মার্শ ২৩, খাওয়াজা ১৮, কেয়ারি ২০, কোল্টার-নাইল ২, কামিন্স ২, স্টার্ক ৩, রিচার্ডসন ১*; আমির ৫/৩০, আফ্রিদি ২/৭০, হাসান ১/৬৭, ওয়াহাব ১/৪৪, হাফিজ ১/৬০)।

এ সম্পর্কিত আরও খবর