পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 09:19:54

ফুটবলে বাংলাদেশের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে লড়ছেন জেমি ডে। সেই লক্ষ্য পূরণের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফুটবল দল। ২০২২ কাতার বিশ্বকাপে এশিয়া অঞ্চলের প্রাক-বাছাইপর্বে লাওসের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন জামাল ভুঁইয়ারা। দুটি ম্যাচে সাফল্যের পথ ধরে ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

শুক্রবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে র‍্যাঙ্কিংয়ে ১৮৮তম স্থান এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮৩তম স্থানে এখন বাংলাদেশ ফুটবল দল।

৬ জুন প্রাক-বাছাইয়ের প্রথম লেগে লাওসের মাঠে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। ফিরতি লেগে ঢাকায় ১১ জুন তাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে মূল বাছাইপর্বে উঠে গেছে জেমি ডের শিষ্যরা।

এদিকে ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা হয়নি আর্জেন্টিনার। নতুন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারে পরিবর্তন নেই। একনম্বরে বেলজিয়াম। এরপরই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আগের মতোই তৃতীয় স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

চারে আছে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ইংল্যান্ড। উয়েফা নেশন্স লিগের ট্রফি জিতে দুই ধাপ এগিয়েছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দল আছে পাঁচ নম্বরে।

তারই পথ ধরে ছয়ে নেমে গেছে ক্রোয়েশিয়া। সাত উঠে স্পেন। তারপরই লাতিন আমেরিকার দল উরুগুয়ে। নয় নম্বরে আছে সুইজারল্যান্ড। দশে ডেনমার্ক। জার্মানি আছে এরপরই। ১২ নম্বরে লিওনেল মেসির আর্জেন্টিনা।

এ সম্পর্কিত আরও খবর