বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 22:32:34

ওয়ানডে বিশ্বকাপে আজ শনিবার ফের মাঠে নামছে ফেভারিট অস্ট্রেলিয়া। ওভালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চার ম্যাচে তিন জয় আর এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা। আফগান ও ক্যারিবিয়ানদের হারিয়ে তারা ধরাশায়ী হয় ভারতের কাছে। সবশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় ফেরে অজিরা। আজও জয়রথ চালিয়ে যেতে চায় অস্ট্রেলিয়ানরা।

চার ম্যাচে এক জয় এক হারে ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের কাছে হারের পর লঙ্কানরা জিতে আফগানদের বিপক্ষে। আর পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ মাঠে না গড়ায় এমনিতেই দুটি পয়েন্ট পেয়ে যায় দিমুথ করুনারত্নের দল।

ক্রিকেটপ্রেমীরা অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার স্নায়ুচাপের ম্যাচ টিভির পর্দায় উপভোগ করতে পারবেন বিকেল সাড়ে ৩টা থেকে।

দিনের দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি পয়েন্ট তালিকার তলানির দুদল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। চার ম্যাচে তিন হারে (ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে) এক পয়েন্ট নিয়ে নবম স্থানে প্রোটিয়ারা। ক্যারিবিয়ানদের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি।

তিন ম্যাচে তিন হার আফগানদের। তাই কোনো পয়েন্ট না পেয়ে সবার নিচে দশম স্থানে রয়েছে এখন তারা। যুদ্ধ বিধ্বস্ত দেশটি আত্মসমর্পন করে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের কাছে। দুদলই আজ এবারের বিশ্বকাপ আসরে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

দুদলের ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজনে প্রস্তুত কার্ডিফ।

ক্রীড়াপ্রেমীদের জন্য রাতে থাকছে ফুটবল উন্মাদনা। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইউক্রেনের বিপক্ষে লড়বে দক্ষিণ কোরিয়া। আর ফিফা নারী বিশ্বকাপে নেদারল্যান্ডস মাঠে নামবে ক্যামেরুনের বিপক্ষে।

চলুন দেখে চোখ রাখি টেলিভিশনের পর্দায় শনিবার কখন কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

সরাসরি বিকেল সাড়ে ৩টা
সরাসরি স্টার স্পোর্টস ১, বিটিভি, জিটিভি, মাছরাঙা

আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা
সরাসরি সন্ধ্যা সাড়ে ৬টা
স্টার স্পোর্টস ৩

ফুটবল
ফিফা নারী বিশ্বকাপ
নেদারল্যান্ডস-ক্যামেরুন
সরাসরি সন্ধ্যা ৭টা

কানাডা-নিউজিল্যান্ড
সরাসরি রাত ১টা
সনি টেন টু ও সনি লাইভ

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
ফাইনাল
ইউক্রেন-দক্ষিণ কোরিয়া
সরাসরি রাত ১০টা
সনি টেন টু

এ সম্পর্কিত আরও খবর