উইন্ডিজের শর্টবল নিয়ে হোমওয়ার্কে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, টন্টন, ইংল্যান্ড থেকে | 2023-08-22 23:50:38

দৃশ্য এক: নেটে ব্যাট করছেন তামিম ইকবাল। হাতে ধরা থ্রোয়ার দিয়ে শর্ট বল দেয়া হচ্ছে তাকে। তামিম সেই শর্ট বলে কখনো পুল করছেন। কখনো হুক করছেন। কয়েকটা বল মাথা নিচু করে ছেড়ে দিলেন।

দৃশ্য দুই: ঠিক পাশের নেটে একই সময় ব্যাটিং করছেন সাকিব আল হাসান। এই নেট পর্যবেক্ষণের দায়িত্বে কোচ স্টিভ রোডস। নেট বোলারদের সঙ্গে কি যেন আলাপ করলেন বাংলাদেশ কোচ। সাকিবের দিকেও একটা ঈশারা দিলেন। পরের দশটা বলের সবকটাই সাকিব পেলেন বাউন্সার মুডের। শরীর বাঁচিয়ে কয়েকটা বল ছেড়ে দিলেন সাকিব। কয়েকটা বলে হুক করলেন।

দৃশ্য তিন: নেটে ব্যাট করছেন মুশফিকুর রহিম। বোলার মুস্তাফিজুর রহমান। এখানে শর্ট বলের অনুশীলন চলল। সেই শর্ট বলের একটা মুশফিকের হাতে এসে লাগল। ডান হাতের কব্জি ঝাঁকাতে ঝাঁকাতে মুশফিক ড্রেসিংরুমে ফিরে গেলেন। সেদিনের মতো মুশফিকের ব্যাটিং অনুশীলন ওতেই শেষ!

মাঠে ঝুলানো তিনটি নেটেই ব্যাটসম্যানরা প্রচুর শর্ট বলের মোকাবিলা করলেন। ১৭ জুনের ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের হোমওয়ার্ক এভাবেই সারলেন তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কি নিয়ে অপেক্ষায় রয়েছে সেটা ভালোই জানা।

শনিবার (১৫ জুন) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তামিম ইকবালও সেটাই জানালেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বোলাররা সাধারণত ইনিংসের ১০/১৫ ওভার পর্যন্ত এভাবেই ব্যাটসম্যানদের টার্গেট করে। শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া, পাকিস্তান বা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই তারা এই শর্ট বলের দিকেই প্রথমে বেশি ফোকাস করে। তবে ওদের বলে রান করার সুযোগও ঠিকই মিলে। আমরা তাই সবকিছুকে নিজেদের পক্ষে যাতে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করছি অনুশীলনে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং যেন ম্যাচে আমাদের অবাক করতে না পারে- সেই পরিকল্পনা নিয়েই নামবো আমরা।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সময়টা বেশ ভালো কেটেছে। পেছনের একবছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ নয়টি ম্যাচ খেলেছে। জিতেছে সাতটিতে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের খুবই চেনাজানা ওয়েস্ট ইন্ডিজ। সেটা কি বাংলাদেশকে বাড়তি কোনো সুবিধা দেবে কিনা?

তামিম বলেন, ‘বিশ্বকাপে আমরা ওয়েস্ট ইন্ডিজের কয়েকটা ম্যাচ দেখেছি। ওরা খুব ভালো পরিকল্পনা নিয়ে সামনে বাড়ছে। ১৭ জুনের ম্যাচটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং সঠিক ম্যাচে সঠিক সময় ও সুযোগের জন্য অপেক্ষায় থাকতে হবে।’

আরেকটি অপেক্ষায় আছে বাংলাদেশ-জয়! বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে। তারপর টানা দুই ম্যাচে হার। চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে বাতিল। পঞ্চম ম্যাচে আবার সেই শুরুর সময়কে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর