সংবাদ সম্মেলন বয়কট, নিয়ম ভেঙে শাস্তির মুখে শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 02:39:03

ম্যাচ শেষে দুদল সংবাদ সম্মেলন করবে। এটাই তো ক্রিকেটের রীতি। ম্যাচের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়াটা নিয়মের মধ্যেই পড়ে। বিশ্বকাপেও তা করে যাচ্ছে সব দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানে হারের পর সংবাদ সম্মেলনে হাজির হননি শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। উপস্থিত ছিল না তাদের কোনো ক্রিকেটার।

নিয়মভঙ্গ করে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম।

শনিবার ওভালে অধিনায়ক অ্যারন ফিঞ্চদের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হতে অপরাগতা প্রকাশ করে ক্যাপ্টেন দিমুথ করুনারত্নের দল। এমনকি ‘মিক্সড জোনে’ও কথা বলেননি শ্রীলঙ্কার কোনো ক্রিকেটার।

শ্রীলঙ্কার শাস্তি হবে কী না এনিয়ে আইসিসি-র এক মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, শ্রীলঙ্কা আমাদের জানিয়েছে তারা গণমাধ্যমের মুখোমুখি হতে চায় না। আইসিসি তাদের সঙ্গে কথা বলবে।’

লঙ্কান টিম ম্যানেজার আশান্তা ডি মেল উইকেট, টিম হোটেল, টিম বাস ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলার পরপরই লঙ্কান টিমের সংবাদ সম্মেলন বয়কটের এ ঘটনা ঘটল।

ডি মেল শ্রীলঙ্কান গণমাধ্যমে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করে বলেন ‘বিশ্বকাপে শীর্ষ দশটি দল অংশ নিচ্ছে। আমার মতে, তাদের উচিত প্রতিটি দলকে সমান ভাবে গুরুত্ব দেওয়া।’

কার্ডিফে নেটে অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দে মেল। ব্রিস্টলে টিম হোটেলে সুইমিং পুল না থাকার কথাও জানান তিনি, ‘তিনটি নেটের বদলে আমরা পেয়েছি মাত্র দুটি। ব্রিস্টলে যে হোটেলে আমরা ছিলাম সেখানে কোনো সুইমিং পুল ছিল না। যেটা প্রতিটি দলের জন্য দরকারী- বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য। অনুশীলনের পর তাদের পেশীর আয়েশের জন্য সুইমিং পুল প্রয়োজন। অথচ একই ব্রিস্টলে পাকিস্তান ও বাংলাদেশের হোটেলে সুইমিং পুল ছিল।’

অস্ট্রেলিয়ার কাছে হার মানায় শ্রীলঙ্কার বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্নটা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে।

 

 

এ সম্পর্কিত আরও খবর