ফেভারিটের মতোই কোপা শুরু উরুগুয়ের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 15:23:02

ব্রাজিল জয়ে শুরু করার পর আর্জেন্টিনা পথ হারালেও আরেক ফেভারিট উরুগুয়ে ঠিকই শুভসূচনা করেছে কোপা আমেরিকায়। দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়ে লুইস সুয়ারেসরা অনায়াসে হারিয়েছে একুয়েডরকে।

বাংলাদেশ সময় সোমবার ভোরে বেলো হরিজন্তে ‘সি’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

কোপার সবচেয়ে সফল দলটির হয়ে গোল করেন নিকোলাস লোদেইরো, এডিনসন কাভানি,লুইস সুয়ারেস ও অন্যটি আত্মঘাতী।

খেলার ৬ মিনিটের মাথায় লিড নেয় উরুগুয়ে। গোলদাতা লোদেইরো। গোলের উৎসটা তৈরি করে দেন দলের সেরা তারকা সুয়ারেস। এরইমধ্যে ২৪তম মিনিটে দশজনের দল হয়ে যায় একুয়েডর। দাপটে খেলতে থাকা লোদেইরোকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন দলের ফুটবলার কিনতেরো।

৩৩তম মিনিটে ডিয়েগো গোডিনের পাস থেকে বল পেয়ে দেখার মতো এক গোল করেন কাভানি। তার বাইসাইকেল কিক থেকে ভেসে যাওয়া বল আশ্রয় নেয় একুয়েডরের জালে। এরপর ৪৪তম মিনিটে ব্যবধানটা আরো বাড়িয়ে নেন সুয়ারেস।

তারপরও আক্রমণ কমেনি উরুগুয়ের। তারই সুফল পেয়ে ৭৮তম মিনিটে আরেকটি গোল পায় তারা। এটি অবশ্য আত্মঘাতী। নিজেদের পোষ্টে বল পাঠিয়ে দেন ডিফেন্ডার আর্তুরো মিনা।

এদিকে রিও ডি জেনিরোতে কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়েকে আটকে (২-২) দিয়েছে কাতার। ২০২২ বিশ্বকাপের আয়োজক এশিয়ার দেশটি দুর্দান্ত খেলেই পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

এ সম্পর্কিত আরও খবর