রোমান সানার আরেক কীর্তি

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 12:41:15

দিন দুয়েক আগেই ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছিলেন ২০২০ সালের টোকিও অলিম্পিকে। প্রথমবারের মতো কোটা প্লেসে গ্রেটেস্ট শো অন আর্থে খেলার টিকিট পান বাংলাদেশের এই আর্চার। এবার সেই রোমান সানা আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন। রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ পেয়েছেন এই আর্চার।

রোববার নেদারল্যান্ডসের সের্টোখোবসে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তিনি ৭-১ পয়েন্টে হারান ইতালির মাউরো নেসপোলিকে। প্রথম দুই সেটে ২৮-২৭, ও ২৯-২৮ পয়েন্টে জেতেন। তারপর তৃতীয় সেট ২৯-২৯ ড্র। শেষ সেট ২৯-২৭ পয়েন্টে জয় রোমানের।

গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় অ্যাথলেট হিসেবে বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে সুযোগ পাচ্ছেন তীরন্দাজ রোমান। এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিকে সরাসরি খেলেছিলেন সিদ্দিকুর। এবার ২৪ বছর বয়সী আর্চার রোমান গড়লেন ইতিহাস।


এ সম্পর্কিত আরও খবর