সরফরাজকে ‘মস্তিষ্কহীন’ অধিনায়ক বললেন শোয়েব

ক্রিকেট, খেলা

Apon tariq | 2023-08-24 05:43:02

৭-০! বিশ্বকাপে ভারত-পাকিস্তানের হেড টু ফলাফলটা এখন এমনই। আরো একবার ভারতের বিপক্ষে হার দেখল পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেট মাঠের চির শত্রুর বিপক্ষে এমন হারে যারপরনাই হতাশ ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি। রোববারের এমন পরাজয়ের পর থেকেই সমালোচনার তোপে আছেন দেশটির ক্রিকেটাররা।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান হার মানে ৮৯ রানে। তারপর থেকেই দলটির সমালোচনায় মুখর সাবেক ক্রিকেটাররা। ম্যাচ হারের পর অধিনায়ক সরফরাজ আহমেদকে আক্রমণ করেছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার অধিনায়কত্বকে ‘মস্তিষ্কহীন’ বলে মন্তব্য করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এখানেই শেষ নয়, দেশের ক্রিকেট ম্যানেজমেন্টকে ‘অপদার্থ’ বললেন তিনি!

শোয়েব বলেন, ‘সত্যি বলতে কী ও মস্তিষ্ক দিয়ে দলকে নেতৃত্ব দেয়নি। বুদ্ধি দিয়ে খেলা পরিচালনা করেনি। অবশ্য তাকে এমন দ্বায়িত্ব যারা দিয়েছেন তারাই অপদার্থ।’

অবশ্য সরফরাজের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতেই পারে। কারণ ওল্ড ট্র্যাফোর্ডের ম্যানচেস্টার বৃষ্টির শঙ্কায় নিয়ে শুরু ম্যাচে টস জিতে তিনি প্রথমে ব্যাটিঙয়ে পাঠালেন। যেখানে তার বোলাররা শুরুতে কিছুই করতে পারল না। রোহিত শর্মার ১১৩ বলে ১৪০ রানে ৫০ ওভারে ভারত তুলে ৩৩৬। এরপর বৃষ্টি আইনে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রান। কিন্তু ৬ উইকেট হারিয়ে মাত্র ২১২ রান তুলতে পারে ভারত।

ম্যাচে টস জিতে সরফরাজের প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা ভাল লাগেনি শোয়েব আখতারের। বলছিলেন, ‘দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে যে ভুলটা করেছিল ভারত অধিনায়ক কোহলি, সেই একই ভুলটা এদিন করল সরফরাজ।’ একইসঙ্গে বোলারদের সমালোচনা করে শোয়েব আখতার বলেন, ‘পরিকল্পনাহীন বোলিং সেইসঙ্গে অনিয়ন্ত্রিত লাইন-লেংথে দলকে ডুবিয়েছে বোলাররা। হাসান আলির বলে গতিও যথেষ্ট নেই সেইসঙ্গে লেংথের অভাব রয়েছে।’

তিন উইকেট শিকার করলেও মোহাম্মদ আমিরেও সমালোচনা করেন শোয়েব। তার মতে ভারতীয় ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দিতে পারেন নি এই পেসার।

ভারতের কাছে হেরে সেমি-ফাইনালে উঠার পথটা কঠিন হয়ে গেল পাকিস্তানের। ৫ ম্যাচে দলটির অর্জন মাত্র ৩ পয়েন্ট। পরের চার ম্যাচেই জয় চাই তাদের। ২৩ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে সরফরাজের দল।

এ সম্পর্কিত আরও খবর