আফগানদের মুখোমুখি ইংল্যান্ড

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 22:43:17

ওয়ানডে বিশ্বকাপে আজ মঙ্গলবার মাঠের লড়াইয়ে নামছে স্বাগতিক ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে অধিনায়ক ইয়ন মরগানের দল আতিথ্য জানাবে আফগানিস্তানকে। দুদলের ম্যাচ আয়োজনে প্রস্তুত ম্যানচেস্টার। ক্রিকেটপ্রেমীরা ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন বিকেল সাড়ে তিনটা থেকে।

চার ম্যাচে তিন জয় (দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আর এক হারে (পাকিস্তানের বিপক্ষে) ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হট ফেভারিট ইংল্যান্ড। আজ আফগানদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে উঠার লড়াইয়ে নিজেদের জায়গা আরো পোক্ত করতে চায় ইংলিশরা।

চার ম্যাচে চার হারে (অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) কোনো পয়েন্ট না পাওয়ায় তালিকার তলানিতে দশম স্থানে আফগানিস্তান। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরে এখনো পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি তারা। আজ ইংল্যান্ডের বিপক্ষে অঘটনের জন্ম দিয়ে আফগানিস্তান ছিনিয়ে নিতে চায় আসরে নিজেদের প্রথম জয়।

খেলা অনুরাগীদের জন্য রাতে থাকছে ফুটবল রোমাঞ্চ। ফিফা নারী বিশ্বকাপে ব্রাজিল লড়বে ইতালির সঙ্গে। অন্য ম্যাচে জ্যামাইকার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। কোপা আমেরিকার লড়াইয়ে পরের দিন ভোর নামবে ব্রাজিল। প্রতিপক্ষ ভেনিজুয়েলা।

চলুন দেখে নেই টেলিভিশনের পর্দায় মঙ্গলবার কখন কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
আফগানিস্তান-ইংল্যান্ড
সরাসরি বিকেল সাড়ে ৩টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ফুটবল
ফিফা নারী বিশ্বকাপ
ইতালি-ব্রাজিল
রাত ১টা
সরাসরি সনি টেন ওয়ান

জ্যামাইকা-অস্ট্রেলিয়া
সরাসরি রাত ১টা
সনি টেন টু


কোপা আমেরিকা
বলিভিয়া-পেরু
সরাসরি রাত ৩.৩০ মিনিট

ব্রাজিল-ভেনিজুয়েলা
সরাসরি ভোর ৬.৩০ মিনিট
বেইন স্পোর্টস

এ সম্পর্কিত আরও খবর