ম্যারাডোনা বললেন-টোঙ্গার কাছেও হারবে আর্জেন্টিনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 03:09:18

কোপার শিরোপা জয়ের মিশন নিয়ে ব্রাজিলে পা রেখেছে আর্জেন্টিনা। নিঃসন্দেহে লক্ষ্যটা বড়। কিন্তু শুরুতেই ফ্লপ। এমনকি জয় দিয়ে রাঙিয়ে নিতে পারেনি লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরে নিজেদের নতুন অভিযাত্রার শুরুটা। শনিবার নিজেদের উদ্বোধনী ম্যাচে আলবিসেলেস্তে শিবির ০-২ গোলে হার মেনেছে কলম্বিয়ার কাছে।  

প্রিয় দলের এ করুণ অবস্থা দেখে নিজের আবেগটা আর ধরে রাখতে পারলেন না ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার এ ফুটবল কিংবদন্তী ক্ষোভ ঝাড়লেন দেশের ফুটবলারদের প্রতি। সমালোচনায় মুখর হলেন লিওনেল মেসিদের।

আর্জেন্টিনার লক্ষ্য ও তাদের সামর্থ্য নিয়ে প্রশ্নের জবাবে মেজাজ হারিয়ে ম্যারাডোনা বলেন, ‘আপনারা বুঝে গেছেন, এমনকি টোঙ্গার মতো দলও আমাদের হারিয়ে দিতে পারে। আমাদের মর্যাদা আছে। অনেক পরিশ্রমে আমরা তা গড়ে তুলেছি। মন করে দেখুন আমরা যখন পেরু ছেড়েছিলাম। তখন আমাদের বাস ভেঙে দেওয়া হয়েছিল। এ সব কিছু থেকে প্রাপ্তিটা কী? এ শার্টের অর্থ কী? আপনাদের সেটা অনুভব করতে হবে।’

ম্যারাডোনা এখন দেশেই আছেন। মেডিকেল সংক্রান্ত জটিলতার কারণে মেক্সিকান ক্লাব দোরাদোস ডি সিনালোয়ার কোচের চাকরি ছাড়ছে বাধ্য হয়েছেন আর্জেন্টাইন এ ফুটবল ঈশ্বর।

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ০-৪ গোলে হেরে দায়িত্ব ছেড়ে দেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এ ফুটবল মহাতারকা।

১৯৯৩ সালের পর প্রথম কোপা শিরোপা জেতার মিশনে নেমেছে ২০১৫ ও ২০১৬ সালের রানার-আপরা। আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার। বেলো হরিজন্তে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।

এ সম্পর্কিত আরও খবর