বাংলাদেশের বিপক্ষে ফিরছেন স্টয়নিস!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-12 22:13:30

বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান দলে দেখা যেতে পারে মার্কাস স্টয়নিসকে। অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডারকে ট্রেন্ট ব্রিজে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও শত ভাগ ফিট হওয়ার জন্য এখনো লড়াই করে যাচ্ছেন তিনি। এরইমধ্যে বাংলাদেশের বিপক্ষে তার খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার, ‘শতভাগ ফিটনেস ফিরে পেতে স্টয়নিস চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। সামান্য কিছুতে সুযোগটা সে খোয়াতে চায় না।’

সাইড স্ট্রেইন নিয়ে গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে দর্শক হয়েছিলেন স্টয়নিস। চোটের জ্বালাতন সইতে না পেরে খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষেও। কয়েকদিন আয়েশ করার পর তার ইনজুরি ধীরে ধীরে সেরে উঠছে। নেটে একটু আধটু অনুশীলনও করছেন এখন স্টয়নিস।

বাংলাদেশের বিপক্ষে অজি একাদশে জায়গা পেতে সব চেষ্টাই করছেন স্টয়নিস। ক্রিকেট গুরু ল্যাঙ্গারও তা জানিয়ে রাখলেন, ‘স্টয়নিস মাঠে ফিরতে দৃঢ় প্রত্যয়ী। পুনর্বাসন কার্যক্রমে দিন দিন সে যেভাবে উন্নতি করছে তাতে আমি বিস্মিত নই। কৃতিত্বটা স্টয়নিসের। কৃতিত্বটা মেডিকেল স্টাফদেরও। যারা তাকে ফিট করে তুলছে। প্রত্যাশা করি সে টুর্নামেন্টে সত্যিই প্রভাব বিস্তার করতে পারবে।’

কোনো কারণে খেলতে না পারলে স্টয়নিসের বিকল্প চিন্তুাও করে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রস্তুত রেখেছে মিচেল মার্শকে।

শ্রীলঙ্কার বিপক্ষে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নাথান কোল্টার-নাইল। পিঠের চোট কাটিয়ে এখন ফিট এ পেস বোলিং অলরাউন্ডার। ল্যাঙ্গার জানালেন সে কথাও, বাংলাদেশের বিপক্ষে খেলবেন পুরোপুরি ফিট নাথান কোল্টার-নাইল, ‘সাত দিনে তিন ম্যাচ খেলেছে কোল্টার-নাইল। মনে হয় না, এভাবে টানা সূচিতে দীর্ঘদিন খেলেছে। ফিট থাকলে কোনো সন্দেহ ও বাংলাদেশের বিপক্ষে খেলবে।’

এ সম্পর্কিত আরও খবর