অস্ট্রেলিয়া ম্যাচেও ‘সাকিব ফ্যাক্টর’!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড থেকে | 2023-08-14 02:03:02

বাংলাদেশের জন্য বাড়তি মনোযোগ দিতেই হচ্ছে অস্ট্রেলিয়াকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা বাংলাদেশের ম্যাচটা দেখেছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, সেই ম্যাচের রিপ্লেও বারকয়েক দেখেছে তারা। দেখেছে এবং সেই সঙ্গে খাতায় নোট টুকেছে-‘বাংলাদেশ বিপদজনক দল!’

আর তাই ২০ জুন, বৃহস্পতিবারের ম্যাচে শুধু এক সাকিব আল হাসানকে নিয়েই নয়, পুরো বাংলাদেশ দলকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ একাদশের সব ক্রিকেটারদের নিয়ে ম্যাচপূর্ব বিশ্লেষণ করা হয়েছে। অস্ট্রেলিয়ান উইকেটকিপার কাম মিডলঅর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি জানালেন সেই তথ্য। তবে ম্যাচের আগে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নিয়ে এই চুলচেরা বিশ্লেষণ নতুন কিছু নয় তাও জানিয়ে দিলেন তিনি-‘এমন নয় যে আমরা বাংলাদেশের খেলা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর খুব বেশি নতুন কিছু করছি। আগের পরিকল্পনার মধ্যেই রয়েছি। বাদ বাকি দলগুলোর বিপক্ষে সাধারণত আমরা যা করে থাকি, এই ম্যাচের আগেও সেই পথেই থাকছি।’

এই যে নতুন করে পুরনো তথ্য জানান দেয়া- সেটাই প্রমাণ করছে এই বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ার বাড়তি মনোযোগ থাকছেই!

 অ্যালেক্স ক্যারি মেনে নিলেন-‘বাংলাদেশ এখন ভালো ক্রিকেট খেলছে।’

প্রশ্ন উঠলো-‘অস্ট্রেলিয়াকে বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে ভীত কিনা?’ কাঁধ ঝাঁকিয়ে একটু অবাক হলেন ক্যারি-‘ভয়? কাকে?’

তবে সার্বিক বিশ্লেষনে নিজেই আবার জানালেন-‘না, আমরা কারো স্পিন আক্রমণ নিয়ে শঙ্কিত নই। আমরা আমাদের প্রস্তুতি পুরো করছি। জাানি সাকিবের স্পিন বড় হুমকি। দলের হয়ে চমৎকার খেলছে সে এখন। মেহেদি এবং দলের বাকি স্পিনারদের নিয়েও আমাদের হোমওয়ার্ক আছে। শুধু স্পিন নয়, বাংলাদেশের পেস বোলিংয়ের বিপক্ষে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এই কন্ডিশনে আমরা যে কোনো বোলিং আক্রমণের জন্য তৈরি।’

অ্যালেক্স ক্যারির সংবাদ সম্মেলনের অনেকাংশ জুড়েই থাকলেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপের সর্বাধিক রানের মালিক সাকিব এবং এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষন। ক্যারি সেটা মেনেও নিলেন-‘সাদা বলের ক্রিকেটে সম্ভবত সাকিব তার ক্যারিয়ারের সেরা ফর্ম কাটাচ্ছে। আমরা জানি কোথায় কোন লেন্থে তাকে বল করতে হবে।’

সাকিবকে এই ম্যাচের ‘ফ্যাক্টর’ হিসেবে মানলেও তার জন্য বাড়তি পরিকল্পনার কথা কিন্তু অস্বীকার করলেন ক্যারি-‘অন্য দশটা ম্যাচের মতো এই ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি। তবে হ্যাঁ, সাকিবকে একটু আগেভাগে আউট হতে দেখতে চাই আমরা।’

এ সম্পর্কিত আরও খবর