সবাই মিসটেক করেছি বলেই ম্যাচটা হেরেছি: তামিম

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড থেকে | 2023-08-24 02:13:36

নটিংহ্যামশায়ার কাউন্টির ট্রেন্টব্রিজের এই মাঠ বাংলাদেশ দলের বাকিদের চেয়ে তামিম ইকবালের একটু বেশিই চেনা। এখানে কাউন্টির অনেক ম্যাচ খেলেছেন তিনি। রানও পেয়েছেন। এবারের বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই তামিম শুরুটা ভালো করছেন। কিন্তু নিজের রান বড় করতে পারছেন না। অস্ট্রেলিয়া ম্যাচে এসে পেলেন এবারের বিশ্বকাপে নিজের প্রথম হাফসেঞ্চুরি। তবে ৭৪ বলে ৬২ রানের হাফসেঞ্চুরিকেও খুব বড় কিছু বলার উপায় নেই।

অস্ট্রেলিয়ার স্কোর যেখানে ৩৮১ রান। সেখানে তামিমের ৬২ রানকে ‘বড় কিছু’ বলবেন কিভাবে?

তামিমও বলছেন না-‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচেও আমার ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছিলো। অস্ট্রেলিয়া ম্যাচেও তাই। কিন্তু আমি সেই সুবিধাটা কাজে লাগাতে পারলাম না। জানি, দল আমার কাছে অনেককিছু চায়। আমি নিজেও আমার কাছ থেকে অনেক কিছু চাই। কিন্তু এখন পর্যন্ত খুব একটা ভালো কিছু হচ্ছে না। সামনে আরো তিনটি ম্যাচ বাকি। দেখা যাক সামনের সময়টা হয়তো বদলে যেতে পারে।’

-অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হারা ম্যাচে ভুল গুলো কোথায় হলো?

ম্যাচে হারের জন্য কোনো অজুহাত দিলেন না তামিম। ঠিক একই ভাবে কোনো একজনকে এই হারের জন্য দায়ীও করলেন না। তামিমের ব্যাখ্যাটা এমন-‘বোলিংয়ে আমরা অন্তত ৪০ রান বেশি দিয়ে ফেলেছি। অস্ট্রেলিয়ার ইনিংসের একটা সময় পর্যন্ত আমরা খুব ভালো বোলিংই করছিলাম। ওভারে চার বা পাঁচের মতো রান দিচ্ছিলাম। কিন্তু ওরা শেষের ওভারে ঝড়ো ব্যাটিংয়ে অনেক বেশি রান তুলে নিলো। ওখানেই তারা খেলাটা আমাদের কাছ থেকে নিয়ে গেলো! শেষের দিকে ম্যাক্সওয়েলের ১০ বলে ৩২ রানের ইনিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তার দলের জন্য। মূলত তার সেই ইনিংসের জন্যই আমাদের এই ম্যাচে আমাদের ৩৮০ রান তাড়া করতে হলো। যদি ৩৩০ বা ৩৪০ রান টার্গেট থাকতো, তাহলে হয়তো ম্যাচে আমাদেরও একটা সুযোগ ছিল।’

ঠিক যেভাবে অস্ট্রেলিয়া তাদের ইনিংসটা তৈরি করেছিলো। রান তাড়ায় নেমে বাংলাদেশও একই কৌশলের পথেই ছুটছিল। ৪০ ওভার পর্যন্ত দু’দলের রানের হিসেব-নিকেষ প্রায় সমানতালে চলছিলো। কিন্তু শেষের ১০ ওভারে অস্ট্রেলিয়া তুললো ১৩১ রান। আর বাংলাদেশ তাদের শেষ ১০ ওভারে করলো ৮৮ রান। এই ম্যাচের আসল ব্যবধান তো ওখানেই!

৪৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশ এই ম্যাচ হারলেও ইতিবাচক অনেক কিছু পেয়েছে। সামনের তিন ম্যাচে যা কাজে লাগাতে চান তামিম-‘আমরা শেষ দুই ম্যাচেই কিন্তু তিনশ’র বেশি রান তাড়া করেছি। ব্যাটসম্যানের মধ্যে একটা বাড়তি আত্মবিশ্বাস এখন কাজ করবে-আমরা এমন স্কোর তাড়া করতে পারি। ভালো দিক হচ্ছে যে আমাদের মধ্যে এই বিশ্বাসটা এখন কাজ করতে শুরু করেছে। আর বোলিং...আসলে সবাই মিলে আমরা মিসটেক করেছি বলেই ম্যাচটা হেরেছি।’

এ সম্পর্কিত আরও খবর