হাল ছাড়ছে না পাকিস্তান, চোখ সেমিতেই

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-31 05:12:32

পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই হার। একটি পরিত্যক্ত। একটিতে জয়। ৩ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে পাকিস্তান। বিশেষ করে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর যেন চুপসে গেছে সরফরাজ আহেমেদের দল। সমালোচনার তোপে আছে তারা। সেই ধাক্কা সামলে এখনো সেমি-ফাইনালের স্বপ্ন দেখছে দলটি।

এরইমধ্যে রোববার ফের মাঠে নামছে পাকিস্তান। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তাদের কঠিন মিশন। শেষচারের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে বাকী চার ম্যাচেই। এরমধ্যে একটিতে হারলেই সর্বনাশ! তবে হাল ছাড়ছেন না দলটির ক্রিকেটাররা। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আশাবাদী।

তবে বাস্তবতাটাও অস্বীকার করলেন না হাফিজ। জানিয়ে রাখলেন, ‘লিগ টেবিলে যখন আমাদের টিমকে নয় নম্বরে দেখি, তখন খুবই যন্ত্রণা হয়। আমরা এখনো টিম হয়ে খেলতে পারিনি। ব্যক্তিগত দক্ষতা কিছু ক্ষেত্রে দেখাতে পারলেও টিমগেম না হলে জেতা সম্ভব নয়।’

এ অবস্থায় প্রায় সবাই দায়ী করছেন অধিনায়ক সরফরাজ আহমেদকে। বিশেষ করে ভারতের কাছে হারের পর তোপে আছেন তিনি। এনিয়ে হাফিজ বলছিলেন, ‘আমি মনে করি খারাপ পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত কাউকে দায়ী করা ঠিক নয়। যদি আপনি দোষ দিতেই চান, তবে সবাইকে দিন। পুরো টিম এর জন্য দায়ী।’

পাশাপাশি গণমাধ্যমে একচেটিয়া সমালোচনাও হতাশ করেছে তাকে। জানাচ্ছিলেন, ‘দেখুন, গণমাধ্যমের গঠন মূলক সমালোচনা করা উচিত। কিন্তু এখন যা হচ্ছে, সেটা আমাদের দুঃখ দিচ্ছে। এখন দেখছি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন  আর পরিবার নিয়েও সমালোচনা হচ্ছে। অনেকেই বলছে দলে নাকি অনেক গ্রুপ। এটা পুরোপুরি মিথ্যে।’

তবে হাফিজ এই সমালোচনা নিয়ে বসে থাকতে রাজী নন। রোববার প্রোটিয়াদের হারাতে প্রস্তুত তারা। বলেন, ‘ভারতের বিপক্ষে হারের পর আমরা অনেক সময় পেয়েছি আমরা। এই সময়ে ভুলগুলো নিয়ে আলোচনা করেছি। এবার দক্ষিণ আফ্রিকা ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আর এখান থেকেও সেমি-ফাইনালে ওঠা সম্ভব। আমরা শেষ চারের আশা ছাড়িনি।’

এ সম্পর্কিত আরও খবর