টিভিতে সাবেক ক্রিকেটাররা যেন ‘সৃষ্টিকর্তা’- সরফরাজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 04:29:45

বিশ্বকাপটা ভয়ানক বাজে কাটছে সরফরাজ আহমেদের। মাঠের লড়াইয়ে এবং মাঠের বাইরেও কঠিন সময় পার করছেন পাকিস্তান অধিনায়ক। অনেক ক্রিকেটারের মতো তিনিও যে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছে তা কিন্তু নয়। টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্সের জন্য সাবেক ক্রিকেটার ও ভক্তদের কাছ থেকে ছুটে আসা সমালোচনার বিষাক্ত তীরও বিদ্ধ করে চলেছে সরফরাজের হৃদয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে নিজেকে আর ধরে রাখতে পারলেন না সরফরাজ। টেলিভিশনে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক ক্রিকেটারদের দিলেন কড়া জবাব, ‘সাবেক ক্রিকেটারদের চোখে আমরা তো কোনো খেলোয়াড়ই না। তারা তো টিভির পর্দায় সৃষ্টিকর্তা বনে গেছেন।’

ভারতের কাছে হারের পর অনেকের সঙ্গে সরফরাজের সমালোচনা করেন পাকিস্তান পেস লিজেন্ড শোয়েব আখতার। এর প্রেক্ষিতেই জবাবটা দিলেন পাকিস্তান ক্যাপ্টেন।

সবার প্রতি সরফরাজের আর্জি, সমালোচনা করতে বাধা নেই। তবে উত্যক্ত করা চলবে না, ‘খেলা নিয়ে আমাদের সমালোচনা করুন। এটা কোনো বিষয় নয়। কিন্তু আমাদের উত্যক্ত করবেন না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের আঘাত ক্রিকেটাদের কষ্ট দেয়। সে বিষয়ে ভক্তদের সতর্ক করলেন সরফরাজ, ‘দল হেরেছে সে কবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো থামছে না হাসি-তামাশা। এটা বন্ধ করার মতো নয়। তবে এটা কষ্ট দেয় খুব। খেলোয়াড়রা মানসিক ভাবে আক্রান্ত হন।’

শপিং মলে এক ভক্ত তো সরফরাজকে মোটা বলে লজ্জাই দিয়েছেন। সেই ভিডিও ছড়িয়ে সমালোচনার শিকার হয়ে পরে অবশ্য ক্ষমা চান ওই ব্যক্তি।

এ সম্পর্কিত আরও খবর